West Bengal Panchayat Elections 2023: মাথাভাঙায় ফের চলল গুলি, আহত সাধারণ ভোটার, অভিযুক্ত বিজেপি

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 08, 2023 | 3:27 PM

West Bengal Panchayat Elections 2023: অভিযোগ,বিজেপি-র একদল কর্মী সেখানে গুলি চালায়। যার জেরে আহত হন এক ভোটার। তাঁর নাম বিপ্লব সান্যাল। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে গুলি করেছে বলে জানায় আহত ব্যক্তি।

West Bengal Panchayat Elections 2023: মাথাভাঙায় ফের চলল গুলি, আহত সাধারণ ভোটার, অভিযুক্ত বিজেপি
বিপ্লব সান্যাল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মাথাভাঙা: কোচবিহারে (Coochbehar) অশান্তি যেন থামছেই না। জেলার বিভিন্ন এলাকা সকাল থেকেই উত্তপ্ত হয়েছিল। এবার মাথাভাঙা (MathaBhanga)। সেখানে ফের চলল গুলি। যার জেরে গুলিবিদ্ধ এক ভোটার। ঘটনায় অভিযুক্ত বিজেপি। ঘটনাস্থল মাথাভাঙার ১ নং ব্লকের ছাট পাখিহাগার বেলতাপাড়ার ২১২/২ বুথ।

অভিযোগ,বিজেপি-র একদল কর্মী সেখানে গুলি চালায়। যার জেরে আহত হন এক ভোটার। তাঁর নাম বিপ্লব সান্যাল। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে গুলি করেছে বলে জানায় আহত ব্যক্তি। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মাথাভাঙা হাসপাতালে। পরে তাঁর অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় কোচবিহার মেডিক্যাল কলেজে।

কোচবিহারে শনিবারের অশান্তির খবর

প্রসঙ্গত, এ দিন সকাল থেকেই সিতাইয়ের মাতালহাটে ব্যাপক ছাপ্পাবাজির অভিযোগ ওঠে। কাঠগড়ায় তৃণমূল। গ্রামবাসীরাই শেষে ক্ষুব্ধ হয়ে ব্যালট বাক্স জ্বালিয়ে দেয়।

এরপর তুফানগঞ্জে বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও, অভিযোগ অস্বীকার করা হয় শাসকদলের তরফে।এই ঘটনায় জেলাশাসকের কাছে তড়িঘড়ি রিপোর্ট তলব করে রাজ্য নির্বাচন কমিশন।

এরপর বেলা বাড়তেই মাথাভাঙায় ব্যালট বাক্স নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য সামনে আসে। একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায় ব্যালট বক্স নিয়ে এক ভোটার পাইপাই করে ছুট দিচ্ছেন। যা দেখার পর তোলপাড় রাজনৈতিক মহল।

Next Article