Panchayat Elections 2023: রাত ২টোয় তৃণমূলের প্রতীকের পাশে ‘ছাপ্পা’, প্রতিবাদে ব্যালট পোড়ালেন গ্রামবাসীরা

Suman Kalyan Bhadra | Edited By: সায়নী জোয়ারদার

Jul 08, 2023 | 8:31 AM

Bengal Panchayat Election: পোলিং রুমে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ব্যালট পেপার। আগুন লাগানো হয়েছে তাতে। ঘরের ভিতর রাখা বেঞ্চ উল্টে পড়ে আছে।

Panchayat Elections 2023: রাত ২টোয় তৃণমূলের প্রতীকের পাশে ছাপ্পা, প্রতিবাদে ব্যালট পোড়ালেন গ্রামবাসীরা
ব্যালট বাক্স।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কোচবিহার: ভোট (West Bengal Panchayat Elections 2023) শুরুর আগেই জ্বালিয়ে দেওয়া হল ব্যালট বক্স। কোচবিহারের সিতাইয়ের (Sitai) মাতালহাটে ব্যাপক ছাপ্পার অভিযোগ। গ্রামবাসীরাই ব্যালট বাক্স জ্বালিয়ে দেন বলে অভিযোগ। তাঁদের দাবি, শুক্রবার রাত ২টোর সময় এখানে ছাপ্পা ভোট হয়ে গিয়েছে। প্রতিটি ব্যালটে জোড়াফুলে ছাপ মারা হয়েছে। শনিবার সকাল থেকে উত্তেজিত জনতা ভিড় করেন বুথের সামনে। মাতালহাটের বড়ভিটায় রাতভর ছাপ্পা হয় বলে অভিযোগ। সকালে লাঠি নিয়ে বেরিয়ে পড়েন গ্রামের লোকেরা।

স্থানীয় বাসিন্দারা বলেন, “৬-এর ১৩১ নম্বর বুথে সারা রাত ছাপ্পা দেওয়া হয়েছে। হুমকি দিয়েছিল কেউ কিছু বললে বাড়ি ভেঙে দেবে। পুলিশ থাকলেও কোনও কাজ করেনি। আমরা ভোট দেবো। রাতের বেলা লুকিয়ে ভোট করানো হয়েছে।”

পোলিং রুমে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ব্যালট পেপার। আগুন লাগানো হয়েছে তাতে। ঘরের ভিতর রাখা বেঞ্চ উল্টে পড়ে আছে। অভিযোগ, প্রতিটি ব্যালট পেপারে তৃণমূলের প্রার্থী ডলি রায় বর্মনের নামের পাশে ছাপ রয়েছে। বুথের মাঠে পড়ে আছে ব্যালট বাক্সও। বড়ভিটা প্রাথমিক বিদ্যালয়ের একটি ভিডিয়ো শেয়ার করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকাল সকাল সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ।’

 

সরাসরি পঞ্চায়েত ভোটের সব খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

Next Article