শীতলকুচি: চারদিন ধরে নিখোঁজ বাড়ির বৌ। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছি না তাঁকে। শেষে এইভাবে মিলবে কে ভেবেছিল। বাঁশ ঝাড় থেকে উদ্ধার হল নিখোঁজ গৃহবধূর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা শীতলকূচিতে। জানা গিয়েছে, মৃতের নাম আনোয়ারা বিবি। তিনি শীতলকুচির গাদোপোতা এলাকার বাসিন্দা।
গত ১ লা নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান আনোয়ারা বিবি। এরপর শীতলকুচি থানায় লিখিত দায়ের করা হয় পরিবারের তরফে। ঘটনার পাঁচ দিনের মাথায় ওই নিখোঁজ গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে ১০০ মিটার দূরে একটি বাঁশ ঝাড়ে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
মৃত মহিলার স্বামী জানায়, “গত ১ লা নভেম্বর সন্ধ্যার দিকে নিখোঁজ হয়ে যায় আমার স্ত্রী। তারপর বিভিন্ন জায়গায় আমরা খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও খোঁজ মেলেনি।” তিনি আরও জানান , আজ সকালবেলা বাড়ি থেকে ১০০ মিটার দূরে এই নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তাঁর অভিযোগ দীর্ঘদিন ধরে ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছে। সেই কারণেই ওই গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শীতলকুচি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।