Coochbehar: শাড়ি টেনে খুলে বীভৎস মারধর, মারাত্মক অভিযোগ, গ্রেফতার দম্পতি

Coochbehar: অভিযোগ, কিছুদিন আগে ওই মহিলা পাঁচ হাজার টাকায় একটি আংটি বন্দক রাখেন মজিদুলের কাছে। সেইসময় মজিদুল কোনও সুদ দেওয়ার কথা বলেননি।

Coochbehar: শাড়ি টেনে খুলে বীভৎস মারধর, মারাত্মক অভিযোগ, গ্রেফতার দম্পতি

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 30, 2025 | 12:57 PM

১৫ হাজার টাকার জন্য মহিলাকে বিবস্ত্র করে মারধর! ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি ও তাঁর স্ত্রী। কোচবিহারের চৌধুরীহাট পুল সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা এক মহিলাকে প্রায় উলঙ্গ করে মারধর করার অভিযোগ উঠেছে এলাকারই বাসিন্দা মজিদুল হক ও তাঁর স্ত্রী’র বিরুদ্ধে।

অভিযোগ, কিছুদিন আগে ওই মহিলা পাঁচ হাজার টাকায় একটি আংটি বন্দক রাখেন মজিদুলের কাছে। সেইসময় মজিদুল কোনও সুদ দেওয়ার কথা বলেননি। কিন্তু শনিবার যখন ওই মহিলা বন্দক ছাড়াতে টাকা ফেরত দিতে যান, তখন মজিদুল জানান যে আংটি ফেরত পেতে হলে ১৫ হাজার টাকা দিতে হবে তাঁকে। এই নিয়ে দু’জনের মধ্যে বচসা বাঁধে।

অভিযোগ, এরপর মজিদুল ও তাঁর স্ত্রী মিলে ওই মহিলাকে জোর করে বাড়ির ভিতরে টেনে নিয়ে যান ও প্রায় উলঙ্গ করে অমানবিকভাবে মারধর করেন তাঁকে। আহত অবস্থাতেই সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পরে তাঁকে ভর্তি করা হয় বামনহাট হাসপাতালে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও পুলিশ ঘটনাস্থলে না পৌঁছনোয় ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে রাখেন। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও। অবশেষে রবিবার রাত আটটার দিকে অভিযুক্ত মজিদুলকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা। ঘটনার পরে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে গ্রামবাসীরা তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন।