
কোচবিহার: এসআইআর (SIR) আবহে কোচবিহারের দিনহাটায় মহিলাদের বিক্ষোভ। বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের ছবিতে কালী লাগিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। একহাতে এনুমারেশন ফর্ম আর অন্য হাতে কালী লাগানো নিশীথের ছবি। আর তারপর বিক্ষোভ দেখিয়ে ফর্ম জমা মহিলাদের। ঘটনাটি ঘটেছে, দিনহাটা বিধানসভার বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের পচ্চিম ভুলকি ৮ নম্বর বুথে।
জানা গিয়েছে, ওই বুথের BLO বুধবার সন্ধেয় এলাকায় SIR ফর্ম জমা নিতে আসেন। সেই সময় মহিলারা ফর্ম জমা দেওয়ার পাশাপাশি নিশীথের মুখে কালি লাগানো একটি করে ছবি নিয়ে সেখানে আসেন। মহিলাদের অভিযোগ, নিশীথ প্রামাণিক দিনহাটা বিধানসভার একটি নির্দিষ্ট এলাকার নাম করে বলেছেন যে, এক-একজন ব্যক্তির ৩০-৪০ টি করে সন্তান রয়েছে। তাঁর এই মন্তব্য গোটা দিনহাটাকে অপমান করেছে বলে দাবি প্রতিবাদীদের। আর তারই প্রতিবাদেই আজ এই বিক্ষোভ দেখান মহিলারা। এখানেই শেষ নয়, পাশাপাশি তাঁরা BLO-কে প্রশ্ন করেন, তাঁদের ফর্ম যেভাবে পূরণ করতে হচ্ছে নিশীথ প্রামাণিকের ফর্মও একই ভাবে কেন পূরণ হচ্ছে না? বিক্ষোভকারী এক মহিলা বলেন, “উনি বলছেন দিনহাটার মানুষের নাকি তিরিশটা করে বাচ্চা। ওই জন্য আমরা ওকে ধিক্কার জানাচ্ছি।”
এই বিষয়ে দিনহাটা ২ ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আবদুল সাত্তার বলেন, “নিশীথ প্রামাণিকের সাম্প্রতিক সময়ের কিছু মন্তব্যের প্রেক্ষিতেই এলাকার মানুষজন এমনটা করেছেন।” উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “ধৃতরাষ্ট্রের ১০০ সন্তান ছিল। তেমনই কাউকে হয়ত খুঁজে পেয়েছে। নাম বলুক কার তিরিশটা সন্তান আছে। ও যদি এমন নাম বলতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব?”
নিশীথ কী বলেছিলেন?
এসআরআর চালু হতেই দেখা যায় গুচ্ছ-গুচ্ছে ভোটার রয়েছেন যাঁরা বাংলাদেশি অথচ ভারতীয়দের কাউকে আত্মীয় বানিয়ে থেকে গিয়েছেন। সেই নিয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিশীথকে বলতে শোনা যায়, “এই এলাকায় এমন অনেকে আছেন, যাঁদের বাবার নাম এক কিন্তু সন্তান অনেক। একজন মানুষের তিরিশ চল্লিশ ছেলে হতে পারে নাকি? এটা তো হতেই পারে না। আর বাংলাদেশ থেকে এসে এখানের মেয়েকে বিয়ে করে। তারপর শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার আইডি-তে নাম তোলে। এখন সেইটাই প্রকাশ্যে আসছে।”