CPM-Congress: ‘ISF-র সঙ্গেও জোট হবে’, বীরভূম জেলা পরিষদে কংগ্রেসের সঙ্গে আসন রফা চূড়ান্ত করে ঘোষণা বামেদের
CMP-Cong-ISF: কেবল জেলা পরিষদ নয়, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতেও বাম, কংগ্রস জোটবদ্ধভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সিপিআইএম জেলা সম্পাদক। এছাড়া আইএসএফ-এর সঙ্গেও জোটবদ্ধ হয়ে লড়াই চালাবে বলে জানিয়েছেন গৌতম ঘোষ।
সিউড়ি: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দামামা বেজে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পর্ব। ঘর গোছাতে শুরু করেছে বাম, কংগ্রেসও। বীরভূম-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত ভোটে বাম ও কংগ্রেস (CPM-Congress) জোট করে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিল। এবার দুই দলের বীরভূমে (Birbhum) জেলা পরিষদের আসন সমঝোতা চূড়ান্ত হল। রবিবার বাম ও কংগ্রেস নেতা যৌথভাবে সাংবাদিক বৈঠক করে আসন সমঝোতার কথা জানালেন।
জানা গিয়েছে, বীরভূম জেলা পরিষদের মোট ৫২টি আসনের মধ্যে ৪২টি আসনে বাম-কংগ্রেস জোটের সমঝোতা ইতিমধ্যেই চূড়ান্ত। বাকি ১০ টি আসনের রফা সোমবারের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সিপিআইএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ। জেলা পরিষদের ৪২টি আসনের মধ্যে বামেরা মোট ৩৫টি আসনে প্রার্থী দিচ্ছে। যার মধ্যে সিপিআইএম ৩২টি আসনে, ফরওয়ার্ড ব্লক ২টি , সিপিআই ১টি আসনে ও ৭ টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। অন্যদিকে, ১০টি আসন এখন আলোচনার টেবিলে রয়েছে। তার মধ্যে ৯টি রামপুরহাট মহকুমার ও ১ টি বোলপুর মহকুমার। এই আসনগুলির রফা নিয়ে কোনও সমস্যা নেই, আলোচনা চলছে বলেও জানিয়েছেন বীরভূম জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি চঞ্চল চৌধুরী।
কেবল জেলা পরিষদ নয়, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতেও বাম, কংগ্রস জোটবদ্ধভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সিপিআইএম জেলা সম্পাদক। তিনি বলেন, “শাসকদল ও বিজেপিকে ঠেকাতে আমরা সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি।” অর্থাৎ কেবল কংগ্রেস নয়, আইএসএফ-এর সঙ্গেও জোটবদ্ধ হয়ে লড়াই চালাবে বলে জানিয়েছেন গৌতম ঘোষ। তবে সেক্ষেত্রে বামেদের থেকেই আসন আইএসএফ-কে ছাড়া হবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে লড়াই হয়েছিল ত্রিমুখী। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বাম, কংগ্রেস ও আইএসএফ জোটবদ্ধ হয়ে লড়াই করেছিল। এবার পঞ্চায়েত ভোটেও সেই ছবি দেখা যাবে এবং জোট সর্বাত্মক বলে ইঙ্গিত দিলেন বীরভূম জেলা বাম ও কংগ্রেস নেতৃত্ব। যদিও এখনও পর্যন্ত আসন রফা অনুযায়ী বীরভূম জেলা পরিষদে কংগ্রেসের প্রাপ্ত আসন অনেকটাই কম। তবে তাঁরা এই বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন না, জোটবদ্ধ হয়ে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করাই তাঁদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি চঞ্চল চৌধুরী। তাঁর কথায়, “আমাদের উপর মানুষ আস্থা রাখছেন। তার প্রমাণ বিভিন্ন জায়গায় মিলেছে। তাই আমরা পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে জোট করেছি। কে কটা আসন পেল, বড় কথা নয়। তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করাই আমাদের লক্ষ্য। আগামী লোকসভা নির্বাচনেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলব।”