Cricketer Death In Dengue: শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু তরুণ ক্রিকেটারের
Cricketer Death In Dengue: জানা গিয়েছে, মৃতের নাম বাপ্পা রায় (২৩)। তিনি ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জ্বর আসার পর তাঁকে প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখান থেকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে বুধবার মৃত্যু হয় তাঁর।
শিলিগুড়ি: রাজ্যে অব্যাহত ডেঙ্গির চোখ রাঙানি। বেড়েছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্য শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যু হল এক ক্রিকেটারের। জানা গিয়েছে, মৃতের নাম বাপ্পা রায় (২৩)। তিনি ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জ্বর আসার পর তাঁকে প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখান থেকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে বুধবার মৃত্যু হয় তাঁর।
বস্তুত, দক্ষিণবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছিল। একের পর এক মৃতের সংখ্যাও বাড়ছিল। তবে এই বছরে শিলিগুড়িতে এটিই ডেঙ্গিতে প্রথম মৃত্যু। মৃত বাপ্পা জাগরণী সংঘ কোচিং সেন্টারে খেলতেন। পাশাপাশি প্রথম ডিভিশন ক্রিকেট লিগেও খেলেছেন।
ডেঙ্গিতে মৃত্যুর খবর সামনে আসতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আজই এলাকায় যাবেন মেয়র গৌতম দেব। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, ডেঙ্গির মশা নিধনে পৌরসভা উদাসীন। পুজোর উদ্বোধন ও কার্নিভাল নিয়ে কর্তারা ব্যস্ত থাকলেও ডেঙ্গি মোকাবিলার কাজ ধীর গতিতে চলছে। যার জেরেই এই মৃত্যু।
মৃতের মা বলেন, “পাঁচ-ছদিন আগে থেকে জ্বর ছিল। এরপর বমি করল। আমরা ভেবেছিলাম নার্সিংহোমে ভর্তি করেছে ভাল হয়ে যাবে। তবে পরে শুনলাম আবার মেডিক্যালে নিয়ে যাওযা হয়েছে। শেষের সময়ে কথা বলার শক্তি হারিয়েছিল।” এলাকার কাউন্সিলর লক্ষ্মী পাল বলেন, “দেরিতে চিকিৎসার জন্যই এই অবস্থা হয়েছে ওর। প্লেটলেট নেমে গিয়েছিল।” মেয়র গৌতম দেব বলেন, “বর্ষাকালেও এখানে ডেঙ্গিতে মৃত্যুর খবর আসেনি। লাগাতার আমরা প্রচেষ্টা করেছি এলাকা পরিষ্কার রাখার। তারপরও একটা বাচ্চা ছেলে মারা গেল। আমি শুনেই এখানে এসেছি।”