Kolkata Cyclone Update: প্রভাব শুরু দানার! আর কিছুক্ষণের মধ্যে কলকাতায় বইবে ঝড়
Kolkata Cyclone Dana Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, কলকাতা ও তার লাগোয়া যে জেলাগুলি রয়েছে অর্থাৎ হাওড়া-হুগলি, উত্তর ২৪ পরগনা সেখানে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এরপর ধীরে-ধীরে ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে।
কলকাতা: দানার প্রভাব শুরু হয়েছে এ বাংলায়। ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে খেল দেখাতে শুরু করেছে নদী ও সমুদ্র। শহর কলকাতাতেও সকাল থেকে একনাগাড়ে হয়ে চলেছে বৃষ্টি। মাঝে-মাঝে বইছে বাতাস। শেষ পাওয়া আপডেট বলছে, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা ও তার লাগোয়া জেলাগুলিতে শুরু হতে পারে ঝড়-বৃষ্টি।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, কলকাতা ও তার লাগোয়া যে জেলাগুলি রয়েছে অর্থাৎ হাওড়া-হুগলি, উত্তর ২৪ পরগনা সেখানে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এরপর ধীরে-ধীরে ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “অতিভারী বৃষ্টি হতে পারে এক দুজায়গায় বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে। সেগুলি হল দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া। এই পরিস্থিতি আজ ও কাল দুদিনই বজায় থাকবে।”
তবে দানার মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সারারাত জেগে কর্মীরা কাজ করবেন। যেখানে-যেখানে শহরবাসী অসুবিধায় পড়বেন তাঁরা চাইলেই কন্ট্রোল রুমে ফোন করতে পারেন। পুরকর্মীরা চলে যাবেন এলাকায়। এছাড়াও রিভার ট্রাফিক পুলিশ সর্বক্ষণ নজর