AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

South Dinajpur: টাকা দিতে না পারায় শ্রমিককে অপহরণের অভিযোগ পরিবারের

Balurghat: বৈদ্যর পরিবারের অভিযোগ, তাঁদের কাছে ফোন করে এক লক্ষ টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে না পারলে বৈদ্যবাবুর গলা কেটে নেওয়া হবে বলেও অভিযোগ পরিবারের।

South Dinajpur: টাকা দিতে না পারায় শ্রমিককে অপহরণের অভিযোগ পরিবারের
বৈদ্য শীলের স্ত্রী ও পুত্র। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Nov 01, 2021 | 12:29 AM
Share

দক্ষিণ দিনাজপুর: ভিন রাজ্যে কাজ থেকে ফেরার পর এক শ্রমিককে অপহরণ করার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের চিঙ্গিশপুর এলাকায়।

অপহৃত ওই শ্রমিকের নাম বৈদ্য শীল (৪৭)। বৈদ্যর পরিবারের অভিযোগ, তাঁদের কাছে ফোন করে এক লক্ষ টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে না পারলে বৈদ্যবাবুর গলা কেটে নেওয়া হবে বলেও অভিযোগ পরিবারের।

এদিকে অপহরণের বিষয়টি বুঝতে পেরেই এদিন বালুরঘাট থানার দ্বারস্থ হন অপহৃত ব্যক্তির পরিবার। এ নিয়ে ঠিকাদার বলাই দেবনাথের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে, বৈদ্য শীল পেশায় শ্রমিক। চলতি বছরের আষাঢ় মাসে দাদনে কাজ করতে বেঙ্গালুরু যান তিনি। সে সময় স্ত্রী রীতা, ছেলে সুজ্বল ও পুত্রবধূ পূর্ণিমাকে নিয়ে গিয়েছিলেন তিনি। পরিবারের অভিযোগ, কাজে যাওয়ার আগে ঠিকাদারের কাছ থেকে ২৮ হাজার টাকা নিয়েছিলেন।

রাজমিস্ত্রীর সহযোগী হিসাবে কাজ করে প্রায় দু’মাস পর বাড়ি ফিরে আসেন। আসার পর থেকে শ্রমিকের কাজ করছিলেন। শনিবার রেশন তুলতে গেলে রাস্তা থেকে বৈদ্যকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

দীর্ঘ সময় স্বামী বাড়ি না ফেরায় চিন্তিত স্ত্রী খোঁজ শুরু করেন। অভিযোগ, এরই মধ্যে স্ত্রীর কাছে মুক্তিপণ চেয়ে ফোন আসে। রীতার কথায়, কোথা থেকে এই টাকা আসবে বুঝে উঠতে পারছেন না। আর কেনই বা টাকা চাইছে তাও বুঝতে পারছেন না। যদিও বৈদ্যর পরিবারের দাবি, ওই ঠিকাদার তাদের জানিয়েছেন, দাদনের টাকা পরিশোধ না করার জন্যই এক লক্ষ টাকা দিতে হবে তাঁকে। এ নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৈদ্যের পরিবার।

বৈদ্য শীলের ছেলে সুজ্বল শীল বলেন, “বলাই দেবনাথ ২৮ হাজার টাকা দিয়েছিল। এখন এক মাস পর ডবলের বেশি টাকা চাইছে। এক লক্ষ টাকা দিতে বলছে। আমরা গরীব মানুষ। এত টাকা কোথায় পাব। এক মাস কাজ করে দেওয়ার পরও টাকা চাইছে কেন সেটাই তো বুঝতে পারছি না। এখন হুমকি দিচ্ছে টাকা না দিলে বাবার গলা কেটে দেবে। বাবাকে ছাড়বে না। চিঙ্গিশপুর থেকে শনিবার তুলে নিয়ে গিয়েছে। বাবার সঙ্গে কথা বলাচ্ছে। কিন্তু কোথায় আছে বলছে না।”

অন্যদিকে বৈদ্য শীলের স্ত্রী রীতা শীল বলেন, “বলাই আমার স্বামীকে তুলে নিয়ে গিয়েছে। দু’মাসের জন্য কাজ করাবে বলে নিয়ে গিয়েছিল। কিন্তু কাজ দিতে পারেনি। এক মাস পরে ছেড়ে দেয়। ও খরচ দিয়ে নিয়ে আসে এখানে। এখন এক লক্ষ টাকা চাইছে।” যদিও যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, তাঁর কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: Halloween: মাঝরাতে পথে নামল ভূতের দল, ‘কোভিড বিধি মানুন, না হলে আমাদের মতো দশা হবে’