
বালুরঘাট: কলেজে উঠেই ফেল! গণ্ডি টপকায়নি ফার্স্ট সেমিস্টারের। এরইমধ্যে কেউ দিয়েছেন ৩০০, কেউ আবার ৫০০ থেকে ৬০০। আর সেখানেই বিপদ! সাইবার প্রতারণার শিকার বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের এক্কেবারে ৫০ জন ছাত্রী। পাশ করিয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। ছাত্রীদের অভিযোগ যে ব্যক্তি তাঁদের কাছ থেকে টাকা চেয়েছেন তিনি আবার নিজেকে কলেজের কর্মী বলে পরিচয় দিয়েছেন।
অভিযোগ, ছাত্রীদের ফোন করে দ্রুত রিভিউ করিয়ে পাশ করানোর প্রলোভন দেওয়া হয়৷ তোলা হয়েছে প্রচুর টাকা। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট গার্লস কলেজে। ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসতেই প্রতারিত ছাত্রীদেরকে এ নিয়ে সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। চাপানউতোর শুরু হতেই পুলিশ জানায় অভিযোগ পেলে পুরো বিষয় খতিয়ে দেখা হবে। পরবর্তীতে অভিযোগও হয়।
সূত্রের খবর, এবার বালুরঘাট গার্লস কলেজের ২৩০ জন ছাত্রী ফার্স্ট সেমিস্টার বসেছিল। যার মধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ জন বিভিন্ন বিষয়ে পাশ করতে পারেনি। রেজাল্ট বের হয় গত ১১ জুন। এবারে রিভিউয়ের শেষ তারিখ ছিল ২৬ জুন। অভিযোগ, এরইমধ্যে এক ব্যক্তি ১৫ জুলাই রিভিউয়ের নতুন ডেডলাইন বলে ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে টাকা নেয়। ছাত্রীদের দাবি, একাধিকবার ফোন করে অনলাইনে টাকা জমা দিতে বলা হয়। বিষয়টি কলেজের নজরে আসতেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে সতর্ক করে সাইবার থানায় অভিযোগ জানাতে বলা হয়। ইতিমধ্যেই কয়েকজন ছাত্রী অভিযোগ দায়ের করেছন বলে জানা যাচ্ছে। কলেজ অধ্যক্ষ বিমান চক্রবর্তী জানিয়েছেন, কলেজ থেকে কোনো তথ্য বাইরে যায়নি। পুলিশের তদন্ত শুরু হয়েছে।