BJP: ‘বিজেপির ব্লক সভাপতি কাটমানি চাইছেন’, সরব গ্রামের লোকেরা

BJP: হিলি থানার বিনশিরা গ্রামপঞ্চায়েতের সলাশ এলাকায় প্রায় ৩৫ মিটার দীর্ঘ কংক্রিটের নিকাশি নালা নির্মাণ প্রকল্পে কাজ শুরু হয়েছে। পঞ্চায়েত ১ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয় করছে এই পঞ্চায়েত নির্মাণে। স্থানীয় বাসিন্দা পরিমল মাহাতো বলেন, "বৃষ্টির কারণে সব ধুয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা কিছু বলেননি, সদস্যরাও কিছু বলেননি। বাইরে থেকে লোক এসে মাতব্বরি মারছে। রফা হয়নি, লেনদেন ঠিকমতো হয়নি বলে সমস্যা করছে।"

BJP: 'বিজেপির ব্লক সভাপতি কাটমানি চাইছেন', সরব গ্রামের লোকেরা
এই কাজই বন্ধের অভিযোগ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2024 | 11:57 PM

দক্ষিণ দিনাজপুর: ড্রেন কাটার কাজ হচ্ছিল গ্রামে। অভিযোগ, বিজেপির ব্লক সভাপতি এসে সেই কাজ বন্ধ করে দেন। বিজেপির পঞ্চায়েত সদস্য চাইছেন, কাজ হোক, অথচ বাইরে এসে ব্লক সভাপতি ঝামেলা পাকাচ্ছেন বলে অভিযোগ গ্রামের লোকজনের। যদিও ব্লক সভাপতি বলেন, তিনি একেবারেই বহিরাগত নন, কোনও কাটমানিও চাননি। বৃহস্পতিবার বিকালে হিলি থানার সলাশ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা ও ঠিকাদারের চাপানউতরের জেরে বিপাকে পড়েন গ্রামের লোকেরা।

হিলি থানার বিনশিরা গ্রামপঞ্চায়েতের সলাশ এলাকায় প্রায় ৩৫ মিটার দীর্ঘ কংক্রিটের নিকাশি নালা নির্মাণ প্রকল্পে কাজ শুরু হয়েছে। পঞ্চায়েত ১ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয় করছে এই পঞ্চায়েত নির্মাণে। স্থানীয় বাসিন্দা পরিমল মাহাতো বলেন, “বৃষ্টির কারণে সব ধুয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা কিছু বলেননি, সদস্যরাও কিছু বলেননি। বাইরে থেকে লোক এসে মাতব্বরি মারছে। রফা হয়নি, লেনদেন ঠিকমতো হয়নি বলে সমস্যা করছে।”

ঠিকাদার পার্থ সরকারের দাবি, “ড্রেনের কাজ হচ্ছিল। কোনও সমস্যা নেই। পঞ্চায়েত সদস্য এসে কাজ বুঝে নিচ্ছিলেন। গ্রামের লোকেরাও ছিলেন। ওনাদের ব্লক সভাপতি এসে ঝামেলা করছে। আমাদের কাছে কাটমানি চেয়েছিল। দিইনি বলে এসব করছে। অথচ পাড়ার লোক বলছেন কাজ করতে।”

বিজেপির পঞ্চায়েত সদস্য দীপালি পাহালের বক্তব্য, “শিডিউল দেয়নি। তাই কাজ বন্ধ রাখা হচ্ছে। তবে আমি বলব কাজ হোক।” তবে যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই বিজেপি নেতা জয়ন্ত মহন্তের কথায়, “দীপালি পাহাল আমাকে সকালে ফোন করে বলেন, চারদিন ধরে কাজ হচ্ছে, অথচ শিডিউল পাইনি। চারদিন আগে ঢালাই করেছে, সঙ্গে সঙ্গে তা উঠে আসছে। বালি খারাপ। গ্রামবাসীরা প্রতিবাদ করায় কাজ বন্ধ করে দিয়েছে। আবারও জোর করে কাজ করানো হচ্ছে। বাইরে থেকে আসার কিছু নেই। আমি বিজেপির হিলি ব্লক সভাপতি। আমি এই পঞ্চায়েতের মধ্যে পড়ি। সব জায়গায়ই তো দেখব কাজ ঠিক মতো হচ্ছে কি না। আমার বিরুদ্ধে কাটমানির অভিযোগ নেই। এটা একেবারে ভুল কথা।”