Balurghat: মদ খেয়ে মায়ের সঙ্গে ঝগড়া, নিজের বাড়িতেই আগুন ধরাল গুণধর ছেলে

Balurghat Fire: বচসার মধ্যে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দেয় যুবক। দাউদাউ করে জ্বলে ওঠে বাড়ি। সঙ্গে আশপাশের আরও পাঁচ জনের বাড়িতে আগুন লাগে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই, তবে পাড়া-প্রতিবেশীদের মাথায় হাত পড়েছে। আগুনে ভষ্মীভূত হয়ে গিয়েছে তাঁদের বাড়িও।

Balurghat: মদ খেয়ে মায়ের সঙ্গে ঝগড়া, নিজের বাড়িতেই আগুন ধরাল গুণধর ছেলে
নিজের বাড়িতেই আগুন লাগাল যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Dec 18, 2023 | 11:26 PM

বালুরঘাট: ‘মদ্যপ’ অবস্থায় মায়ের সঙ্গে ঝগড়া। আর তার জেরে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিল ‘গুণধর’ পুত্র। নিজের বাড়ি তো পুড়িয়েছেই, সঙ্গে সেই আগুনে আশপাশের প্রতিবেশীদের বাড়িও পুড়ে খাক করে দিয়েছে। সোমবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। সেখানে চিঙ্গিশপুর গ্রামে এদিন বিকেলে মায়ের সঙ্গে বচসা বাধে কুশ পাহান নামে এক যুবকের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যুবক মদ্যপ অবস্থায় ছিল। আর সেই সময়েই বচসার মধ্যে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দেয় সে। দাউদাউ করে জ্বলে ওঠে বাড়ি। সঙ্গে আশপাশের আরও পাঁচ জনের বাড়িতে আগুন লাগে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই, তবে পাড়া-প্রতিবেশীদের মাথায় হাত পড়েছে। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে তাঁদের বাড়িও। আগুন লাগার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকলও। শেষ পর্যন্ত দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন লাগার ঘটনার পর থেকেই কুশ পাহান ও তাঁর পরিবারের লোকেরা এলাকা থেকে পলাতক। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ। কীভাবে এই কাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। বালুরঘাটের বিডিও সম্বল ঝাঁও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রতিবেশীদের হাতে শীতবস্ত্র, ত্রিপল ও খাবার-দাবার তুলে দেওয়া হয় ব্লক প্রশাসনের তরফে।

কুশ পাহান নামে ওই যুবকের বাড়ির পাশেই রয়েছে ধীরেন পাহান, কৃষ্ট পাহান, বিমল পাহান, শ্যামল পাহান ও বাপি পাহানের বাড়ি। নিমেষের মধ্যে তাঁদের বাড়িও পুড়ে ছাই হয়ে গিয়েছে। কোনওরকমে গবাদি পশু নিয়ে নিজেরা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু টাকা-পয়সা, জরুরি নথিপত্র কিছুই বাড়ি থেকে বের করার সুযোগ পাননি তাঁরা। এক জনের বাড়িতে আগামিকাল ব্যাঙ্ক কর্মীরা কিস্তির টাকা নিতে আসার কথা। আজই সেই জন্য এক হাজার টাকা এনে রেখেছিলেন। কাল ব্যাঙ্ক কর্মীরা এলে কী বলবেন, তা ভেবে পাচ্ছেন না দিপালি পাহান।

এদিনের ঘটনা প্রসঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ বলেন, কুশ পাহান ও তার পরিবারের সকলেই পালিয়ে গিয়েছেন। তাদের খোঁজ চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিও আপাতত ক্ষতিগ্রস্তদের কিছু সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন। আগামী দিনেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।