South Dinajpur: মালিকের স্ত্রীর মদতে হোটেলে দেহ ব্যবসার অভিযোগ, পুলিশের জালে ম্যানেজার

South Dinajpur: বুনিয়াদপুর কোর্ট মোড় এলাকার ওই হোটেলে দীর্ঘদিন ধরে বিবাহ, অন্নপ্রাশনের জন্য ঘরভাড়া দেওয়া হয়। হোটেল মালিকের দাদার অভিযোগ, গত কয়েকমাস ধরে তিনি লক্ষ্য করেন যে হোটেলে অবৈধ কাজকর্ম করছেন তাঁর ভাইয়ের স্ত্রী ও ম্যানেজার।

South Dinajpur: মালিকের স্ত্রীর মদতে হোটেলে দেহ ব্যবসার অভিযোগ, পুলিশের জালে ম্যানেজার
ধৃত হোটেলের ম্যানেজারImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 28, 2025 | 5:14 PM

বংশীহারী: হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ। পুলিশের জালে হোটেলের ম্যানেজার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার কোর্ট মোড় এলাকায়। ঘটনায় হোটেল মালিকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

অভিযোগ, বেশ কয়েক মাস ধরেই ওই হোটেলে দেহ ব্যবসা চালাতেন লজের মালিকের স্ত্রী ও ম্যানেজার। গোপন সূত্রে খবর পেয়ে হোটেলের ম্যানেজারকে গ্রেফতার করে বংশীহারী থানার পুলিশ। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল এলাকায়। ধৃতকে আদালতে তোলার পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।

বুনিয়াদপুর কোর্ট মোড় এলাকার ওই হোটেলে দীর্ঘদিন ধরে বিবাহ, অন্নপ্রাশনের জন্য ঘরভাড়া দেওয়া হয়। সম্প্রতি কয়েক মাস ধরে হোটেল মালিকের দাদা লক্ষ্য করেন, হোটেলে অবৈধ কাজকর্ম করছেন তাঁর ভাইয়ের স্ত্রী ও ম্যানেজার। তিনি আরও অভিযোগ করেন, এই নিয়ে বহুবার ভাইকে বলেছেন। ভাই কর্ণপাত না করায় তিনি পুলিশ দ্বারস্থ হন। তাঁর কথায়, “ভাইয়ের স্ত্রীর মদতে হোটেলের ম্যানেজার অবৈধ কাজকর্ম চালাত। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। আমি ভাইকে বিষয়টা জানাই। কিন্তু, সে কর্ণপাত করেনি। তারপরই আমি পুলিশকে জানাই।” পুলিশ পদক্ষেপ করায় তিনি খুশি।

গতকাল হোটেলের ম্যানেজারকে বংশীহারী থানার পুলিশ গ্রেপ্তার করে আদালতে তোলে। ধৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকায়। তাঁকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। হোটেল মালিক কেন তাঁর দাদার অভিযোগকে গুরুত্ব দিতে চাননি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।