গঙ্গারামপুর: আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃতের নাম দীপক রায় (২১)। অভিযুক্তের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত ১৬ নং ওয়ার্ডের গলাকাটা কলোনিতে। অভিযুক্তের বাবার নাম দিলীপ রায়।
পুলিশ সূত্রে খবর, দীপক দীর্ঘদিন ধরে ওই এলাকাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকাবাসীদের ভয় দেখাতেন। হুমকি দিতেন। এরপর সোমবারও একই ঘটনা প্রকাশ্যে আসে। গোপন সূত্রে পুলিশের কাছে খবর পৌঁছয় দীপক গিয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখাচ্ছে। পুলিশ ওই যুবকের বাড়িতে গিয়ে তাঁকে আটক করে। প্রথমে তিনি অস্বীকার করলেও পরে পুলিশি জেরায় ও জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে তাঁর কাছে আগ্নেয় অস্ত্রটি রয়েছে।
এরপরই গঙ্গারামপুর থানার পুলিশ ধৃত যুবকের বাড়ির পাশে পুকুরের পাড় থেকে গুলিবিহীন ওয়ান শাটার আগ্নেয়অস্ত্রটি উদ্ধার করে। এরপর ধৃত যুবককে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।