Suicide: বাড়িতে স্বামী ও ২ সন্তান, পরকীয়ার কথা জানাজানি হতেই যা করলেন মহিলা…
Suicide: বছর দুই তিনেক ধরে গৃহবধূ ও যুবকের মধ্যে সম্পর্ক ছিল বলে অনুমান। দুই পরিবারই এব্যাপারে অন্ধকারে ছিল। এলাকায় দু'জনকে কেউ এক সঙ্গে কোনওদিন দেখেওনি। তবে গত বৃহস্পতিবার বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টি জানতে পারেন গৃহবধূর পরিবারের সদস্যরা।
বালুরঘাট: বাড়িতে স্বামী রয়েছে। আছে দুই সন্তান। কিন্তু, গৃহবধূ যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, তা জানতেন না কেউ। আর তা জানাজানি হতেই চরম পদক্ষেপ করলেন গৃহবধূ ও তাঁর প্রেমিক। রবিবার বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর এলাকার একটি জঙ্গল থেকে তাঁদের জোড়া দেহ উদ্ধার হয়। একই গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। মৃতদের নাম তরুণ বর্মণ(২৯) ও সবিতা হেমব্রম(২৬)। তাঁদের বাড়ি কৃষ্ণনগর এলাকাতেই। তরুণ পেশায় কৃষক। দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে অনুমান স্থানীয়দের।
ঠিক কবে থেকে ওই দু’জনের মধ্যে সম্পর্ক ছিল তা পরিষ্কার নয়। তবে বছর দুই তিনেক ধরে সম্পর্ক ছিল বলে অনুমান। দুই পরিবারই এব্যাপারে অন্ধকারে ছিল। এলাকায় দু’জনকে কেউ এক সঙ্গে কোনওদিন দেখেওনি। তবে গত বৃহস্পতিবার বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টি জানতে পারেন গৃহবধূর পরিবারের সদস্যরা। এরপরই বাড়িতে শুরু হয় সমস্যা। শুক্রবার বাপেরবাড়ির লোকজন এসে মারধর করে ওই গৃহবধূকে। এদিকে গত সোমবার থেকে ওই যুবক বালুরঘাটে তাঁর মামার বাড়িতে ছিলেন। এই কয়েকদিনে তিনি বাড়িতেও আসেননি। এমন ঘটনা এদিন জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
তবে মৃত গৃহবধূর স্বামী বলেন, ওই দু’জনকে কখনও আগে একসঙ্গে দেখিনি। ফলে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল কি না, জানতাম না। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তরুণের মা শিবাণি বর্মণ। তাঁর ছেলের সঙ্গে ওই গৃহবধূর সম্পর্কের কথা তিনি অস্বীকার করেন। বলেন, ওই গৃহবধূর সঙ্গে তাঁর ছেলের সম্পর্ক ছিল বলে তিনি জানেন না। স্থানীয় পঞ্চায়েত সদস্য রাবিকা মুর্মু বলেন, “আগে আমরা ওদের সম্পর্কের বিষয়ে কিছু জানতাম না। এদিন ঘটনার পর জানতে পারি। ওই দু’জনের মধ্যে প্রায় বছর তিনেক ধরে সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি।”