বালুরঘাট: হাসপাতালের ভিতরে ঢোকা নিয়ে রোগীর আত্মীয়দের সঙ্গে তুমুল বচসা নিরাপত্তারক্ষীদের। একেবারে হাতাহাতি কাণ্ড বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর পেয়ে এসে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। রোগীর আত্মীয়দের দাবি, তাঁদের উপর হাত তোলা হয়েছে। পাল্টা নিরাপত্তারক্ষীদের দাবি, ওই পরিবারের সদস্যরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। বারবার নিষেধ করার পরও তারা তেড়ে আসছিলেন। সেই সময় বাধা দেন তাঁরা। বালুরঘাট থানার পুলিশ খতিয়ে দেখে সবটা।
কুশমণ্ডি থানার মহিপাল দুর্গাপুর এলাকার বিপুলচন্দ্র বর্মনের দেড় বছরের মেয়ে গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছে। ১৯ মে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। বিপুল তাঁর এক আত্মীয়কে নিয়ে অসুস্থ মেয়েকে দেখতে আসেন। অভিযোগ, রোগী দেখার সময়ের মধ্যেই এসেছিলেন তিনি।
তারপরও ভিতরে ঢুকতে বাধা দেয় নিরাপত্তা রক্ষীরা। বিপুলচন্দ্র বর্মনকে মারধর করার অভিযোগ ওঠে এক অস্থায়ী নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। এ নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়।
বিপুলচন্দ্র বর্মন বালুরঘাট হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানাবেন বলে জানান। হাসপাতাল সুপার কৃষ্ণেন্দুবিকাশ বাগের বক্তব্য, ভিজিটিং আওয়ারের পর ওই রোগীর আত্মীয়রা জোর করে ভিতরে যেতে চাইছিলেন। বাধা দিলে নিরাপত্তারক্ষীদের উপর চড়াও হন বলে অভিযোগ এসেছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।