Physical Harassment: পাঁচ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, প্রতিবাদে সোচ্চার বালুরঘাট

Rupak Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 19, 2023 | 1:25 PM

Physical Harassment: মঙ্গলবার প্রায় আধঘণ্টা ধরে চলে বিক্ষোভ। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তোলা হয় বিজেপি আদিবাসী মোর্চার তরফে।

Physical Harassment: পাঁচ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, প্রতিবাদে সোচ্চার বালুরঘাট
প্রতীকী ছবি।

Follow Us

বালুরঘাট: পাঁচ বছরের আদিবাসী শিশুকে যৌন হেনস্থার অভিযোগ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদে মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হিলি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি আদিবাসী মোর্চার৷ তির ধনুক নিয়ে পথ অবরোধে সামিল হন আদিবাসীরা। পথ অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল বাহিনী। হাতে প্ল্যাকার্ড নিয়ে পথ অবরোধে সামিল হন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।

মঙ্গলবার প্রায় আধঘণ্টা ধরে চলে বিক্ষোভ। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তোলা হয় বিজেপি আদিবাসী মোর্চার তরফে। এদিনের এই পথ অবরোধ কর্মসূচি নেতৃত্ব দেন বিজেপি আদিবাসী মোর্চার জেলা সভাপতি সুশীল মার্ডি। এছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট শহর বিজেপি মণ্ডলের সভাপতি সমীর প্রসাদ দত্ত-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত, সম্প্রতি বালুরঘাট শহর সংলগ্ন এলাকায় একটি ৫ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ পেতেই গত রবিবার ওই শিক্ষককে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ৷ ওই শিক্ষককের বালুরঘাট জেলা আদালতে তুললে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে ওই শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এবার সরব হয়েছে বিজেপি আদিবাসী মোর্চা৷

Next Article