Balurghat news: বালুরঘাটে মাত্র একটি প্রেক্ষাগৃহেই এসি, কেকে’র মৃত্যুর পর সরব জেলার নাট্যকর্মীরাও

Balurghat Auditoriums: শীতে অনুষ্ঠান করতে তেমন সমস্যা না হলেও, গ্রীষ্মকালে অনুষ্ঠান করতে গিয়ে শিল্পীরা অনেক সময়েই অসুস্থ বোধ করেন বলে অভিযোগ। বিশেষত শিশু ও বয়স্করা গরমে অসুস্থ হয়ে পড়েন। এই সমস্ত অডিটোরিয়ামে অনুষ্ঠান করতে গিয়ে কষ্টের সম্মুখীন হন শিল্পীদের পাশাপাশি দর্শকরাও।

Balurghat news: বালুরঘাটে মাত্র একটি প্রেক্ষাগৃহেই এসি, কেকে'র মৃত্যুর পর সরব জেলার নাট্যকর্মীরাও
বালুরঘাটের রবীন্দ্রভবনের কাজ এখনও অসমাপ্ত
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2022 | 9:35 PM

বালুরঘাট : সঙ্গীতশিল্পী কেকের আকস্মিক মৃত্যুর পর বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। অভিযোগ উঠছে, প্রেক্ষাগৃহে প্রায় আড়াই হাজার দর্শকের আসন রয়েছে। কিন্তু ভিড় হয়েছিল আরও বেশি। দাবি করা হচ্ছে, প্রায় হাজার সাতেক কেকে ভক্তের ভিড় ছিল প্রেক্ষাগৃহের ভিতরে। এমন পরিস্থিতিতে প্রেক্ষাগৃহের ভিতরে বেশ অস্বস্তিকর গরমের অনুভূতি হচ্ছিল বলে জানিয়েছেন অনেকে। এখানে মূলত দুটি অভিযোগ উঠে আসছে – একাংশ বলছে প্রেক্ষাগৃহের এসি কাজ করছিল না। অন্য একটি অংশ বলছে, এত ভিড়ের মধ্যে এসি চললেও, তাতে কোনও কাজ দেয়নি। যখন এমন বিষয়গুলি উঠে আসছে, তখন বুধবার বালুরঘাটে নাট্যকর্মীরা এলাকার বিভিন্ন প্রেক্ষাগৃহের পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন।

নাট্যকর্মীদের দাবি, প্রায় ১০০ বছরের নাটকের ইতিহাস রয়েছে বালুরঘাটের। শহরে মোট পাঁচটি অডিটোরিয়াম বা প্রেক্ষাগৃহ রয়েছে। যার মধ্যে কেবলমাত্র একটিতে এয়ার কন্ডিশন বা বাতানুকূল ব্যবস্থা রয়েছে। বাকিগুলিতে এয়ার কন্ডিশনের কোনও ব্যবস্থাই নেই। এমনকী ভেন্টিলেশনের ব্যবস্থাও সঠিক নেই বলেই অভিযোগ উঠছে। শীতে অনুষ্ঠান করতে তেমন সমস্যা না হলেও, গ্রীষ্মকালে অনুষ্ঠান করতে গিয়ে শিল্পীরা অনেক সময়েই অসুস্থ বোধ করেন বলে অভিযোগ। বিশেষত শিশু ও বয়স্করা গরমে অসুস্থ হয়ে পড়েন। এই সমস্ত অডিটোরিয়ামে অনুষ্ঠান করতে গিয়ে কষ্টের সম্মুখীন হন শিল্পীদের পাশাপাশি দর্শকরাও।

শিল্পীদের দাবি, বালুরঘাট শহরে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে অন্ততপক্ষে একটি উন্নতমানের প্রেক্ষাগৃহ তৈরি করা হোক। যেখানে শিল্পীরা তাঁদের শিল্পীসত্ত্বাকে ভাল মতো তুলে ধরতে পারবেন। নাট্য পরিচালক প্রদোষ মিত্র এই বিষয়ে বলেন, “বালুরঘাটে সেই অর্থে সরকারি হল বলতে কিছু নেই। যে কটি সংস্থা আছে, তাদের মধ্যে তিনটি দলের নিজস্ব অডিটোরিয়াম আছে। আমাদের উপায় নেই, তাই নাটক হয়। আজ ১৫ বছর ধরে শুনছি রবীন্দ্রভবন তৈরি হবে। তার জন্য টাকাও দেওয়া হয়েছে যখন অর্পিতা ঘোষ সাংসদ ছিলেন। কিন্তু সেটা এখনও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।” নাট্যকর্মী তুহিন শুভ্র মণ্ডলের মুখেও একই কথা। বলেন, “এখন শহরে শুধুমাত্র একটি প্রেক্ষাগৃহেই এসি রয়েছে। অনুষ্ঠান করতে গিয়ে সেই এসির হাওয়া মঞ্চে পৌঁছায় না। যাঁরা অনুষ্ঠান পরিবেশন করেন, তাঁদের খুব সমস্যা হয়।”