ATM: সেলোটেপ লাগিয়ে টাকা তোলার ধান্দা, ‘চোর’কে ধরলেন ATM-এর কর্মীরা

ATM: রবিবার দুপুরে ঘটনায় চাঞ্চল্য ছাড়ল বালুরঘাট শহরের শিবতলি এলাকায়। ধৃতের নাম জাহিদ খান(৩৫)। বাড়ি বিহারের গয়াতে। এদিকে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ATM: সেলোটেপ লাগিয়ে টাকা তোলার ধান্দা, চোরকে ধরলেন ATM-এর কর্মীরা
এটিএম মেশিন Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 20, 2025 | 5:03 PM

বালুরঘাট: এটিএম মেশিনে সেলটেপ লাগিয়ে কারচুপি চেষ্টা। গোপনে ফাঁদ পেতে সেই প্রতারককে হাতেনাতে ধরল এটিএমের কর্মীরা। রবিবার দুপুরে ঘটনায় চাঞ্চল্য ছাড়ল বালুরঘাট শহরের শিবতলি এলাকায়। ধৃতের নাম জাহিদ খান(৩৫)। বাড়ি বিহারের গয়াতে। এদিকে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে ওই যুবককে ধরে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দা ও এটিএম কর্মীরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে, প্রায় দিনই এটিএম জালিয়াতির ঘটনা সামনে আসে। বালুরঘাটের শিবতলি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম কারচুপি করার চেষ্টা চলছিল দীর্ঘদিন ধরে। এরপর আজও প্রতারকরা এটিএম মেশিনে সেলটেপ লাগিয়ে কারচুপির চেষ্টা করে। যার কারণে অনেক গ্রাহক এটিএমে টাকা তুলতে গেলেও তা পারেননি।

এদিকে প্রতারণা চক্রান্তের চেষ্টার বিষয়টি জানার পর থেকেই এটিএমের উপর নজরে রাখছিলেন কর্মীরা। এদিনও সেলটেপ লাগানোর বিষয় নজরে আসতেই তাকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। ঘটনায় উত্তেজিত জনতা ওই প্রতারককে চর থাপ্পর মারে। অভিযোগ, এটিএম প্রতারণার চেষ্টা ওই যুবক দীর্ঘদিন ধরে করছিল বলেই এটিএম-এর কর্মীরা জানিয়েছেন। এদিকে বিষয়টি জানাজানি হতেই পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।