বালুরঘাট: বাংলাদেশের পরিস্থিতি তপ্ত। কিন্তু এর মধ্যেও এসব ঘটছে। বাংলাদেশে পাচার করা হচ্ছিল। কিন্তু সে খবর আগে থেকেই ছিল তদন্তকারীদের কাছে। বালুরঘাট শিয়ালদহ ট্রেন থেকে উদ্ধার হল প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ কাফ সিরাপ।
যদিও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ উদ্ধার হওয়া ৪০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের ঘটনায় কে বা কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে বালুরঘাট জিআরপি থানার পুলিশ।
শুক্রবার সকালে বালুরঘাটগামী শিয়ালদহ বালুরঘাট ট্রেন তখন সবেমাত্র রামপুর স্টেশনে পৌঁছেছে। জিআরপি তল্লাশি চালাচ্ছিল। ওই ট্রেনের এক জেনারেল কামরায় একটি বস্তা দেখতে পান রেল পুলিশ আধিকারিক। খবর দেওয়া হয় বালুরঘাট জিআরপিতে। খবর পেয়ে বালুরঘাট স্টেশনে উপস্থিত হন ওসি দিলীপ মাহাতো।
উদ্ধার হয় প্রায় ৪০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। ফেনসিডিলগুলি পাচারের জন্যই আনা হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। বাংলাদেশের পরিস্থিতি এমনিতেই উত্তাল। তার মধ্যেও এই ধরনের পাচারের পিছনে বড় কোনও চক্র রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।