Balurghat: বন্যা নেই, জলের স্রোত নেই, হুড়মুড়িয়ে ভেঙে গেল বাঁধ, আতঙ্কে বাসিন্দারা

Balurghat: সোমবার কলকাতা থেকে সেচ দফতরের কেন্দ্রীয় ডিজাইন টিম যাবে বলে জানিয়েছেন জেলাশাসক। তারপর তাঁরা সবটা খতিয়ে দেখবেন। পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জেলাশাসক জানিয়েছেন।

Balurghat: বন্যা নেই, জলের স্রোত নেই, হুড়মুড়িয়ে ভেঙে গেল বাঁধ, আতঙ্কে বাসিন্দারা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 10, 2025 | 8:13 PM

বালুরঘাট: রবিবার রাতে আচমকাই ভাঙল আত্রেয়ী নদীর বাঁধ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ডাকরা এলাকায় ছিল স্বল্প উচ্চতার ড্যাম। সোমবার ভোররাতে সেই বাঁধের উপরে থাকা লোহা স্ট্রাকচারও ভেঙে পড়ে। জলের তোড়ে ভেঙে যায় লোহার কংক্রিট। স্থানীয় বাসিন্দারা এই নিম্নমানের কাজের অভিযোগে সরব হয়েছিলেন। আর সোমবার নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি টুইট করে একই অভিযোগ করলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বন্যার সময় বা বর্ষার সময় এভাবে অনেক বাঁধ ভাঙতে দেখা যায়। কিন্তু শীতকালে তথা খরার সময় কী করে নদীর বাঁধ ভেঙে যায়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার।

সোমবার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন জেলা পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। ঘটনাস্থলে যান সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন, বালুরঘাট ডিভিশনের সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অঙ্কুর মিশ্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

বর্তমানে বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে যাতে জল না ঢুকতে পারে, তার জন্য বালির বস্তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সেচ দফতর। এছাড়াও জলের গতিবেগ কমানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে গতকাল রাত থেকেই উদ্বেগের রয়েছে নদীপাড়ের বাসিন্দারা। পুরো ঘটনা খতিয়ে দেখছে জেলা প্রশাসন।

দ্রুত বাঁধ মেরামতির জন্য কাজ শুরু করেছে প্রশাসন। নদী পাড়ে দেওয়া লোহার রেলিং কেটে বালির বস্তা দেওয়ার কাজ শুরু হয়েছে। সোমবার কলকাতা থেকে সেচ দফতরের কেন্দ্রীয় ডিজাইন টিম যাবে বলে জানিয়েছেন জেলাশাসক। তারপর তাঁরা সবটা খতিয়ে দেখবেন। পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জেলাশাসক জানিয়েছেন।

এই বাঁধ ভেঙে যাওয়ার পর সরব হয়েছেন সুকান্ত। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বছর দুয়েক আগে বালুরঘাটে আত্রেয়ী নদীর উপর ড্যাম তৈরি করেছিল রাজ্য সরকার। কিন্তু সেখানেও বিপর্যয়। আকস্মিকভাবেই সেই ড্যাম ভেঙে গেল। ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত স্থানীয় মানুষজন।