Balurghat Gold Smuggling: আরোহীকে দেখেই সন্দেহ হয়েছিল, বাইক থেকে উদ্ধার প্রায় ৬৭ লক্ষের সোনা

Balurghat Gold Smuggling: বিএসএফের তরফ থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে বালুরঘাটে শুল্ক দফতরের হাতে তুলে দেয়। শুক্রবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। এই পাচার চক্রে কে বা কারা যুক্ত রয়েছে, তা জানতে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে শুল্ক দফতর।

Balurghat Gold Smuggling: আরোহীকে দেখেই সন্দেহ হয়েছিল, বাইক থেকে উদ্ধার প্রায় ৬৭ লক্ষের সোনা
পাচারের আগে উদ্ধার সোনা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 1:34 PM

বালুরঘাট: ফের সোনা পাচার রুখল বিএসএফ৷ পাচারের আগে গোপন সূত্রে অভিযান চালিয়ে দশটি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। ঘটনায় গ্রেফতার এক। উদ্ধার হওয়া বিস্কুটের বাজার মূল্য ৬৬ লক্ষ ১২ হাজার ৯০৭ টাকা। ধৃতের নাম বিমান মন্ডল(৪৯)। বাড়ি হিলি থানার বানোরা এলাকায়। এদিকে বিএসএফের পক্ষ থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কুট শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। সোনার বিস্কুট গুলি কোথায় পাচার করা হচ্ছিল, এর পেছনে কে আছে, তা খতিয়ে দেখছে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ৷

জানা গেছে, বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের কাছে খবর আসে,হিলি থেকে বালুরঘাটে সোনার বিস্কুট পাচার করা হবে। বিএসএফ জওয়ানরা হিলি থেকে অভিযান শুরু করে৷ অবশেষে রাতের বেলা বালুরঘাটের শুভায়ণ হোম এলাকায় এক সন্দেহভাজন মোটরবাইক আরোহীকে দেখে তাঁকে আটকানো হয়। বাইকে তল্লাশি চালানো হয়। সেই সময় ওই মোটরবাইক আরোহীর কাছ থেকে দশটি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার ওজন প্রায় ১ কেজি ১৬৫.২৭০ গ্রাম৷ উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার মূল্য ৬৬ লক্ষ ১২ হাজার ৯০৭ টাকা।

বিএসএফের তরফ থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে বালুরঘাটে শুল্ক দফতরের হাতে তুলে দেয়। শুক্রবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। এই পাচার চক্রে কে বা কারা যুক্ত রয়েছে, তা জানতে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে শুল্ক দফতর। গত সেপ্টেম্বর মাসে পতিরামে বিএসএফ অভিযান চালিয়ে সাতটি সোনার বিস্কুট উদ্ধার করে। যার বাজার মূল্য ছিল প্রায় সাড়ে চল্লিশ লক্ষ। ফির একবার সোনার বিস্কুট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।