Balurghat : বালুরঘাট যেন হয়ে উঠল এক টুকরো শান্তিনিকেতন, বসল সোনাঝুরির হাট, গান ধরল বাউলের দল
Balurghat : সোনাঝুড়ি হাটে (Sonajhuri Haat) যেমন বাউল গানের (Baul Gaan) ঠেক বসে ঠিক তেমনই এখানেও বসেছে পাঁচটি বাউল গানের ঠেক। খোলা গলায় গান শোনাচ্ছেন বাউল শিল্পীরা।