Balurghat: নদীতেই ভেসে আসে মানুষের কঙ্কাল, কিন্তু তা দেখেই স্থানীয় বাসিন্দারা যা বললেন, তা চমকে ওঠার মতো

Balurghat Skeleton: বালুরঘাট শহরের মাঝ বরাবর বয়ে গিয়েছে আত্রেয়ী খাঁড়ি বা ডাঙ্গা খাঁড়ি। বালুরঘাট জোড়া ব্রিজ সংলগ্ন খাঁড়িতে এদিন সকালে নরকঙ্কাল দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল বাহিনী।

Balurghat: নদীতেই ভেসে আসে মানুষের কঙ্কাল, কিন্তু তা দেখেই স্থানীয় বাসিন্দারা যা বললেন, তা চমকে ওঠার মতো
নদীতে ভেসে আসা কঙ্কালImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 20, 2026 | 1:29 PM

বালুরঘাট: আত্রেয়ী খাঁড়িতে ভেসে রয়েছে মানুষের নরকঙ্কাল। মঙ্গলবার বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট শহরের আন্দোলন সেতু এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ ওই নর কঙ্কালটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। তবে সেটি আসল না নকল তা নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে ঘন জনবসতিপূর্ণ এলাকায় নর কঙ্কাল উদ্ধার হয়েছে জানতে পেরে ভিড় করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পুরো ঘটনা খতিয়ে রাখা হচ্ছে বলেই বালুঘাট থানার তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বালুরঘাট শহরের মাঝ বরাবর বয়ে গিয়েছে আত্রেয়ী খাঁড়ি বা ডাঙ্গা খাঁড়ি। বালুরঘাট জোড়া ব্রিজ সংলগ্ন খাঁড়িতে এদিন সকালে নরকঙ্কাল দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল বাহিনী।

পরে পুলিশ সেটা উদ্ধার করে নিয়ে গেছে। তবে স্থানীয় এক বাসিন্দা বলেন, “এমনভাবে নদীর জলে ভেসে আসছিল কঙ্কালটা, স্বাভাবিকভাবেই সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কঙ্কাল হয়ে গিয়েছে শরীর, তারে মানে মৃত্যু তো অনেক আগেই হয়েছে। কিন্তু একটা বিষয়ে সন্দেহ হচ্ছে, আদৌ এই কঙ্কাল আসল নাকি নকল কোনও পরীক্ষার জন্য।” পুলিশ আপাতত তা উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।