Balurghat: পরিবারের অভিযোগেই কেস, পুলিশের প্রিজন ভ্যানে বসে মেয়ে, আদালতে ঢোকার আগেই বাড়ির মেয়েকে নিয়ে পরিবারের সদস্যরা যা করলেন, ফাঁপরে পুলিশ

Rupak Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 16, 2024 | 3:28 PM

Balurghat: জানা গিয়েছে, ওই তরুণীর নামে পরিবারের লোকের বেশ কিছু দিন আগে নিখোঁজ ডায়েরি করে। এরপর সোমবার ওই তরুণী থানায় এসে আত্মসমর্পণ করেন। ওই তরুণীর বয়স ১-র বেশি। তপন থানার পুলিশ ওই তরুণীকে আজ বালুরঘাট জেলা আদালতে তোলার জন্য নিয়ে যায়৷

Balurghat: পরিবারের অভিযোগেই কেস, পুলিশের প্রিজন ভ্যানে বসে মেয়ে, আদালতে ঢোকার আগেই বাড়ির মেয়েকে নিয়ে পরিবারের সদস্যরা যা করলেন, ফাঁপরে পুলিশ
বালুরঘাটে এ কী কাণ্ড!
Image Credit source: TV9 Bangla

Follow Us

বালুরঘাট: পুলিশের গাড়ি তখন এসে সবে দাঁড়িয়েছে। প্রিজন ভ্যানের মধ্যে ঘরের মেয়েকে দেখতে পেয়েছিলেন। বাড়ির সদস্যরা অদূরেই দাঁড়িয়ে। পুলিশ সবে প্রিজন ভ্যানের দরজা খুলতেই আকস্মিক ‘হামলা’। একেবারে টেনে হিঁচড়ে মেয়েকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে নিয়ে চম্পট দিলেন পরিবারের সদস্যরা।  ফিল্মি কায়দায় পুলিশ হেফাজতে থাকা তরুণীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেলেন পরিবারের সদস্যরা৷ মঙ্গলবার দুপুরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট জেলা হাসপাতালে। মেডিক্যাল করিয়ে আদালতে তোলার আগেই তরুণীকে গাড়িতে করে নিয়ে পালিয়ে যান পরিবারের সদস্যরা। ঘটনায় এক পুলিশ কর্মী ও গাড়ির চালককে মারধর করা হয় বলে অভিযোগ৷  খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা ও ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ সহ বিশাল বাহিনী। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। জেলা জুড়ে নাকা চেকিং করা হয়েছে। এদিকে এখন পর্যন্ত ওই তরুণী কোনও খোঁজ মেলেনি। এদিকে আহত দুই পুলিশকর্মীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, ওই তরুণীর নামে পরিবারের লোকের বেশ কিছু দিন আগে নিখোঁজ ডায়েরি করে। এরপর সোমবার ওই তরুণী থানায় এসে আত্মসমর্পণ করেন। ওই তরুণীর বয়স ১-র বেশি। তপন থানার পুলিশ ওই তরুণীকে আজ বালুরঘাট জেলা আদালতে তোলার জন্য নিয়ে যায়৷ এদিকে আদালতে তোলার আগে ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিক্যাল করার পর বালুরঘাট জেলা আদালতে তোলার কথা ছিল। তার আগেই পুলিশের গাড়ি থেকে ওই তরুণীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় পরিবারের সদস্যরা। এদিকে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এনিয়ে জেলা পুলিশ সাংবাদিকদের সামনে কিছু বলতে চাননি।

Next Article