
বালুরঘাট: পুরসভার বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা প্রকল্পের জলের সঙ্গে বেরোচ্ছে পোকা। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে বালুরঘাট শহরে ৯ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গী এলাকায়। পুরসভার পানীয় জলের পাইপ থেকে পোকা বেরোনোর ঘটনা জানাজানি হতেই আতঙ্ক দেখা দিয়েছে। যদিও বিষয়টি জানা নেই বলেই বালুরঘাট পুরসভার তরফে জানানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুরসভার।
জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা স্বাগতা ভাদুরি ও কার্তিক দত্ত দুজনের বাড়িতে পুরসভার বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের পাইপ থেকে পোকা বের হয়। বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দা স্বাগতা ভাদুরি। জলে পোকা দেখতে পেয়ে এদিন বাড়িতে সকালবেলা যখন জল দেওয়া হয় তিনি সেই জল একটি পাত্রের ধরে রেখেছিলেন। সেই জলেও ছোটো ছোটো পোকা দেখা যায়। এরপরই প্রতিবেশীদের পুরসভার পানীয় জল পান করতে সাবধান করেন তিনি। এদিকে বালুরঘাট পুরসভার ২২ টি ওয়ার্ডে পুরসভার বাড়ি বাড়ি জল সরবরাহ করা হয়।
এলাকার বাসিন্দারা পানীয় জল হিসেবে পুরসভার এই জলকেই ব্যবহার করেন। শিশু থেকে বৃদ্ধ সকলেই পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন। জলে পোকা আসায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
ওই ওয়ার্ডেরই বাসিন্দা কার্তিক দত্ত। তিনিও মঙ্গলবার সকালে যখন জল ধরে রাখতে শুরু করেন তখন জলের পাত্রের মধ্যে পোকা দেখতে পান। অবশ্য পুরসভার কর্মীরা গিয়ে মূল পাইপলাইন থেকে বাড়ির কানেকশন খুলে দিয়ে এসেছে। পুরসভার এমসিআইসি অনোজ সরকার জানিয়েছেন, তাঁর কাছে কোন লিখিত অভিযোগ বা মৌখিক অভিযোগ কেউ করেনি। বিষয়টি তার জানা নেই। কোন অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।