Balurghat: যেন সাইবার ক্রাইমের হাব বালুরঘাট! জালে ৩

Balurghat: মঙ্গলবার সকালে বালুরঘাট পুলিশ অফিসে সাইবার ক্রাইম থানার আইসি সৌরভ ঘোষকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ। ধৃতদের মধ্যে দুজনের নামে পুরনো মামলা রয়েছে। এই প্রতারণা চক্রে আর কে কে জড়িত আছে তা খতিয়ে দেখছে সাইবার ক্রাইম থানার পুলিশ।

Balurghat: যেন সাইবার ক্রাইমের হাব বালুরঘাট! জালে ৩
সাইবার ক্রাইমের অভিযোগে গ্রেফতার তিনImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 10, 2025 | 6:03 PM

বালুরঘাট: সাইবার প্রতারণায় ফের তিন জনকে গ্রেফতার করল সাইবার ক্রাইম থানার পুলিশ। মঙ্গলবার রাতে কুমারগঞ্জ থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ৩৩ টি এটিএম কার্ড, ৬ টি মোবাইল ও ৮ সিম বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত তিনজনের নাম মোমিনুর মন্ডল, জুয়েল সরকার ও বাবুল হোসেন মণ্ডল। তিনজনের বাড়ি কুমারগঞ্জের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। সাইবার ক্রাইম থানার তরফ থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে বালুরঘাট পুলিশ অফিসে সাইবার ক্রাইম থানার আইসি সৌরভ ঘোষকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ। ধৃতদের মধ্যে দুজনের নামে পুরনো মামলা রয়েছে। এই প্রতারণা চক্রে আর কে কে জড়িত আছে তা খতিয়ে দেখছে সাইবার ক্রাইম থানার পুলিশ।

জানা গিয়েছে, গ্রামের মানুষদের নামে তৈরি করা হত ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই ভাড়া করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক প্রতারণার কোটি কোটি টাকা লেনদেন চক্রের ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা সাধারণ মানুষকে অর্থে প্রলোভন দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সিম কার্ড তৈরি করান। সিমকার্ড এবং সেই অ্যাকাউন্টের এটিএম সহ যাবতীয় কাগজ পত্র তাঁরা নিজেদের হেফাজতে নিয়ে নেন। চক্রের লোকেরা দেশের বিভিন্ন প্রান্তে আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত বলে অভিযোগ। সেই অর্থ এই অ্যাকাউন্ট গুলিতে ট্রান্সফার করিয়ে তুলে নেন। বিগত কয়েক মাসে এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।