Balurghat News: বৃষ্টির সময় কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বাবা ছেলের, গুরুতর জখম মা

Rupak Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 29, 2023 | 8:20 AM

Balurghat News: মৃতদের নাম তপন বন্দ্যোপাধ্যায় (৭০) ও তন্ময় বন্দ্যোপাধ্যায় (৩০)। গঙ্গারামপুর হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন তাপসী বন্দ্যোপাধ্যায় (৫৫ )। এই খবর পেয়ে শোকাহত মহিলার সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছন সিপিআইএমের জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস সহ অন্যান্যরা।

Balurghat News: বৃষ্টির সময় কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বাবা ছেলের, গুরুতর জখম মা
তাপসী বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

গঙ্গারামপুর: ঘরের মধ্যে তখনও একসঙ্গে ছিলেন তিনজন। একটা ছোট্ট ঘটনা মুহূর্তে শেষ করে দিল মা-বাবা-ছেলের জীবন। বাইরে বৃষ্টি পড়ছে তা দেখে জামা তুলতে গিয়েছিলেন প্রৌঢ়। তখনই পড়ল বাজ। বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তাঁর। বাবাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল ছেলেরও। চোখে সামনে স্বামী সন্তানকে ওই অবস্থান দেখে বাঁচাতে ছোটেন মা। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বুধবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাইস্কুল পাড়া এলাকায়।

মৃতদের নাম তপন বন্দ্যোপাধ্যায় (৭০) ও তন্ময় বন্দ্যোপাধ্যায় (৩০)। গঙ্গারামপুর হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন তাপসী বন্দ্যোপাধ্যায় (৫৫ )। এই খবর পেয়ে শোকাহত মহিলার সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছন সিপিআইএমের জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস সহ অন্যান্যরা। পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

গঙ্গারামপুরের দক্ষিণ দিনাজপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের হাইস্কুল পাড়ার বাসিন্দা তপন বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে দেখেন হঠাৎই বৃষ্টি এসেছে। সেই কারণে বাইরে রাখা জামাকাপড় তুলতে যান। উঠোনে কাপড় মেলার লোহার তারের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ঘটার ফলে তপনবাবু বিদ্যুৎপৃষ্ট হন। এ দিকে, বাবাকে ছটফট করতে দেখে বাঁচাতে যান ছেলে। তখন তিনিও বিদ্য়ুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে স্বামী ও ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাপসীদেবী।

তাঁদের চিৎকার শুনে পথ চলতি মানুষ ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। সেই সঙ্গে তড়িঘড়ি তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তাপসী বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।

Next Article