Balurghat Police Station: রাজ্যের সেরা থানা কোনটি জানেন? সামনে এল রিপোর্ট

Rupak Sarkar | Edited By: সোমনাথ মিত্র

May 20, 2023 | 4:04 PM

Balurghat Police Station: থানাতেই আলাদা করে মহিলা হেল্প ডেস্ক, অভিযোগ লেখার জায়গা, পার্কিং, সেন্টি গার্ড সহ নানা কাজ করা হয়েছে। এমনকি থানা চত্বরে আই লাভ বালুরঘাট লেখা ফলকও লাগানো হয়েছে।

Balurghat Police Station: রাজ্যের সেরা থানা কোনটি জানেন? সামনে এল রিপোর্ট
প্রতীকী ছবি

Follow Us

বালুরঘাট: রাজ্যের সেরা থানার পুরস্কার পেল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা (Balurghat Police Station)। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ (Police) বিভাগের বিশেষ আধিকারীকদের সংগঠনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী বালুরঘাট থানা যেমন রাজ্যের সেরা থানার শিরোপা পেয়েছে, তেমনই সেরা পুলিশ জেলা হিসাবে কৃষ্ণনগর পুলিশ জেলা ওই শিরোপা পাচ্ছে। 

দক্ষিণ দিনাজপুর জেলার সদর থানা বালুরঘাট। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল থানা। সম্প্রতি পুরনো বিল্ডিং ছেড়ে বছর কয়েক আগে নতুন ঝা চকচকে বিল্ডিংয়ে থানাকে সরিয়ে আনা হয়েছে। আগে থানা চত্বর ছিল আবর্জনায় ভরা। উদ্ধার করা মোটরবাইকে ভর্তি হয়ে থাকতো গোটা এলাকা। থানায় আসা মানুষদের বসার জায়গা পর্যন্ত ছিল না। সদর থানা হলেও একাধিক সমস্যা ছিল। কিন্তু, ছবিটা বর্তমানে আমূল বদলে গিয়েছে। থানা চত্বরে গড়ে উঠেছে সুসজ্জিত মিউজিয়াম। এছাড়াও থানাতেই পুরনো জায়গা পরিষ্কার করে সেখানে শিশু উদ্যান গড়ে তোলা হয়েছে। শিশু উদ্যানে গ্রাম্য সবুজ পরিবেশ, খেলনা, ফোয়ারা ও বসার জায়গা করা হয়েছে। পার্কের দেওয়ালে তুলিতে কার্টুন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও বালুরঘাট পুরসভার তরফে থানাতে আলো ও বসার জায়গা করা হয়েছে। 

থানাতেই আলাদা করে মহিলা হেল্প ডেস্ক, অভিযোগ লেখার জায়গা, পার্কিং, সেন্টি গার্ড সহ নানা কাজ করা হয়েছে। এমনকি থানা চত্বরে আই লাভ বালুরঘাট লেখা ফলকও লাগানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি রাজ্য পুলিশের প্রতিনিধি দল ৫০০টিরও বেশি থানা পরিদর্শন করেন। প্রথমে জেলা স্তর, এরপর রেঞ্জ, বিভাগ, তারপর রাজ্য। সবেতেই ভাল ফল করে চমক দিয়েছিল বালুরঘাট থানা। মাস খানেক আগে বালুরঘাট থানা পরিদর্শনে আসেন রাজ্য টেলিকম শাখার এডিজি অজয় নন্দা সহ অন্যান্য আধিকারিকরা। তাঁরা থানার বিভিন্ন মামলা ও অপরাধ দমনের নথি, পুলিশকর্মীদের পারদর্শীতা, গ্রেফতারের সংখ্যা, থানা চত্বরের সৌন্দর্যায়ন, অভিযোগ জানাতে আসা বাসিন্দাদের জন্য পরিকাঠামো ইত্যাদি খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করেন। তার বিচারেই রাজ্য পুলিশের তরফে বালুরঘাট থানাকে রাজ্যে সেরা থানা হিসাবে ঘোষণা করা হয়। 

Next Article
Balurghat: আত্রেয়ী নদীর উপর দেওয়া বাঁধ পরিদর্শনে এলেন জেলা শাসক