
বালুরঘাট: ২৯ টি শুকনো গাছ কাটার অনুমতি নিয়েছিল পতিরাম গ্রাম পঞ্চায়েত৷ অভিযোগ অনুমতি নেওয়া গাছের বদলে শতাধিক জীবিত গাছ কাটা হয়েছে৷ বিষয়টি জানতে পেরেই রবিবার সেই গাছ কাটা বন্ধ করল বিজেপি নেতৃত্ব। বিষয়টি জানাজানি হতেই রবিবার চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট ব্লকের পতিরাম শ্মশান সংলগ্ন এলাকায়। অভিযোগ, রেজুলেশন ছাড়াই ওই ফরেস্টে অবৈধভাবে গাছ কাটা হচ্ছে। বনদফতরের কাছে ২৯ টি শুকনো বা মরা গাছ কাটার অনুমোদন নেওয়া হলেও সেখানে শতাধিক গাছ কাটা হয়েছে।
এমনকি জীবিত গাছও কাটা হয়েছে বলে অভিযোগ। যাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই এই অবৈধ কাজের আঙুল তুলেছে বিজেপি। রবিবার পতিরাম ফরেস্টে গিয়ে এনিয়ে বিজেপির মেম্বাররা ও স্থানীয় নেতৃত্বরা বিক্ষোভ দেখায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড। অনুমতি নিয়েই নির্দিষ্ট গাছ কাটা হচ্ছে বলে পাল্টা দাবি তাঁদের। এমনকি তাঁর রেজুলেশনও রয়েছে।
প্রসঙ্গত, পতিরাম শ্মশানের ধারে ওই ফরেস্টের জায়গাটি পঞ্চায়েতের অধীনে রয়েছে। ওই জায়গাতেই শুকনো গাছ কাটার অনুমতি দিয়েছিল বনদফতর। সেই জায়গাতেই বহু গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। এদিকে গতবার পতিরামে বিজেপির বোর্ড ছিল। এবার পঞ্চায়েতে তৃণমূল বোর্ড গঠন করেছে। ফলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে সরব হয়েছে বিজেপি। অন্যদিকে, বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের প্রধান পার্থ ঘোষ।