Balurghat: ‘দাগি’ তালিকায় নাম TMC কাউন্সিলরের, বিতর্কের ঝড় বালুরঘাটে

Balurghat Tainted List: বিজেপির দাবি, শুধুমাত্র ওই তৃণমূল কাউন্সিলর নয় জেলায় এমন অনেক নাম রয়েছে যারা শাসক দল ঘনিষ্ঠ। এদিকে অযোগ্যদের তালিকা ক্রমশ প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে শাসক দল।

Balurghat: দাগি তালিকায় নাম TMC কাউন্সিলরের, বিতর্কের ঝড় বালুরঘাটে
তৃণমূল কাউন্সিলরের নাম দাগিদের তালিকায়Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 31, 2025 | 4:49 PM

বালুরঘাট: অযোগ্যদের তালিকায় নাম রয়েছে বালুরঘাট পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের নাম। শনিবার নামের তালিকা প্রকাশ হতেই এনিয়ে সরব হয়েছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় কাউন্সিলের পদত্যাগের দাবি জানিয়েছে বিজেপি। এনিয়ে সাংবাদিকদের ফোন ধরেন ওই তৃণমূল কাউন্সিলর। বাড়ি গেলেও বলা হয় তিনি নেই। যদিও তালিকায় কি রয়েছে জানা নেই বলেই দায় এড়িয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।

বিজেপির দাবি, শুধুমাত্র ওই তৃণমূল কাউন্সিলর নয় জেলায় এমন অনেক নাম রয়েছে যারা শাসক দল ঘনিষ্ঠ। এদিকে অযোগ্যদের তালিকা ক্রমশ প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে শাসক দল।

বালুরঘাট পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ। যিনি প্রাচ্যভারতী স্কুলের শিক্ষিকা। তিনি জীবন বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন। তাঁরও নাম অযোগ্যদের তালিকায় রয়েছে। রবিবার তার বাড়ির সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা প্রথমে জানান স্নান করছেন দীপান্বিতা দেব সিংহ। এরপর ঘণ্টা খানেক তাঁর বাড়ির সামনে অপেক্ষার পর পরিবারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় তিনি বাড়িতে নেই।

ফলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে, তিনি সাংবাদিকদের মুখোমুখি আসতে চাননি। এদিকে অযোগ্য শিক্ষকদের তালিকায় দীপান্বিতা দেব সিংহ এর নাম থাকায়, জনপ্রতিনিধি হিসেবে তার তাঁর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করা উচিত বলে দাবি করেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার। এর আগে দীপান্বিতা দেব সিংহের নামে ভুয়ো শিক্ষিকার পোস্টার পড়েছিল তার বাড়ি খাদিমপুর এলাকায়।

এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “তালিকায় কী রয়েছে তা আমার জানা নেই।  বিজেপির কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না।”