Balurghat: ৬ হাজার প্রদীপ জ্বলে উঠল বালুরঘাটের বুকে, এ এক অন্য দীপোৎসব

Balurghat: উদ্যোক্তাদের কথায়, অনেক মানুষ আছেন যারা আশা করেন অন্তত দীপোৎসবে তাঁদের তৈরি মাটির প্রদীপগুলি বিক্রি হবে। আমরা চেয়েছি তাঁদের সেই আশাকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়াতে। সকলেই এগিয়ে আসুন, ওনাদের পাশে দাঁড়ান। সকলের মুখে যদি হাসি না ফোটানো যায় তাহলে সে উৎসবে যত আলোই জ্বলুক না কেন, তা কিন্তু ম্লানই মনে হয়।

Balurghat: ৬ হাজার প্রদীপ জ্বলে উঠল বালুরঘাটের বুকে, এ এক অন্য দীপোৎসব
এভাবে সেজে উঠেছে বালুরঘাট। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Nov 13, 2023 | 9:12 PM

বালুরঘাট: এলইডি টুনি থেকে হরেক কিসিমের আলোর খেলা কালীপুজোর বাংলায়। শহুরে এই সংস্কৃতির ছোঁয়া এখন বিভিন্ন গ্রামেও। টুনির আলোতেই সাজানো হচ্ছে গ্রামবাংলাও। আর এতে কার্যত হারাতে বসেছে মাটির প্রদীপ। এতে কপালে হাত পড়ছে মৃৎশিল্পীদেরও। মাটির প্রদীপ যাতে হারিয়ে না যায়, বালুরঘাট শহরে নেওয়া হল বিশেষ উদ্যোগ। ৬ হাজার মাটির প্রদীপে সেজে উঠল শহরের হাইস্কুল মাঠ। শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এর উদ্যোক্তা। পাশে দাঁড়াল বালুরঘাট পুরসভাও। এই দৃশ্য দেখতে ভিড় জমান এলাকার লোকজন।

উদ্যোক্তাদের কথায়, অনেক মানুষ আছেন যারা আশা করেন অন্তত দীপোৎসবে তাঁদের তৈরি মাটির প্রদীপগুলি বিক্রি হবে। আমরা চেয়েছি তাঁদের সেই আশাকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়াতে। সকলেই এগিয়ে আসুন, ওনাদের পাশে দাঁড়ান। সকলের মুখে যদি হাসি না ফোটানো যায় তাহলে সে উৎসবে যত আলোই জ্বলুক না কেন, তা কিন্তু ম্লানই মনে হয়। প্রায় ৬ হাজার প্রদীপে শহরের প্রাণকেন্দ্র সাজিয়ে তোলা হয় এদিন।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোককুমার মিত্র বলেন, “দারুণ উদ্যোগ এটা। কেন না এখন দীপাবলিতে বৈদ্যুতিক আলোতেই সবটা সেজে ওঠে। ফলে যাঁরা প্রদীপ বিক্রি করেন, সেই সব শিল্পীরা সমস্যায়। তাঁরা যাতে হারিয়ে না যান, বাংলার এই ঐতিহ্য যাতে না হারিয়ে যায় সেটা মাথায় রেখেই এই উদ্যোগ।”

এক মাটির প্রদীপ বিক্রেতা শিল্পী পাল বলেন, “আগের মতো আর প্রদীপ বিক্রি হয় না। প্রদীপ বানিয়েও ফেলে রাখতে হয়। এই উদ্যোগের ফলে এই দীপাবলিতে আমাদের প্রদীপ আর বাকি নেই। সব প্রদীপই বিক্রি হয়ে গিয়েছে। খুবই ভাল লাগছে। প্রতিবছর এমন উদ্যোগ নিলে আমাদের মতো গরীব প্রদীপ বিক্রেতাদের ভাল হয়।”