Balurghat: গ্যাসের সিলিন্ডারের ভিতর থেকে বেরচ্ছে জল! ‘আজব’ ঘটনা এ রাজ্যে

Balurghat: এরপর সরোজমিনে খতিয়ে দেখা হল গ্যাস সিলিন্ডার। তবে অভিযোগ অস্বীকার করেছেন গ্যাস ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষ।

Balurghat: গ্যাসের সিলিন্ডারের ভিতর থেকে বেরচ্ছে জল! আজব ঘটনা এ রাজ্যে
সিলিন্ডার থেকে বেরচ্ছে জলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 09, 2025 | 8:13 PM

বালুরঘাট: বেড়েছে গ্যাসের দাম। যার জেরে কার্যত ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে। এই আবহে এবার মাঝে মধ্যেই গ্যাসের সিলিন্ডার থেকে বের হচ্ছে জল। তারপর আবার প্রত্যেক সিলিন্ডারে কম গ্যাস। এই অভিযোগ পেতেই বুধবার বিকেলে শহরের একটি নির্দিষ্ট গ্যাসের অফিসে হানা দিল জেলা ক্রেতা সুরক্ষা দফতর। এরপর সরোজমিনে খতিয়ে দেখা হল গ্যাস সিলিন্ডার। তবে অভিযোগ অস্বীকার করেছেন গ্যাস ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষ।

পাশাপাশি এদিন বালুরঘাটের একটি সিনেমা হলের রেস্তোরাঁর খাবারের দাম বেশি ও খাবারের মান নিয়ে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে সেখানেও ক্রেতা সুরক্ষা দফতরের সঙ্গে খাদ্য সুরক্ষা এবং লিগাল মেট্রলজি এবং পুলিশ যৌথ ভাবে হানা দেয়। সেখানে দাম ও খাবারের মান নিয়ে নানাভাবে সতর্ক করা হয় কর্তৃপক্ষকে। অন্যদিকে, শহরের তহবাজারে ফলের দোকানগুলিতে হানা দেয়। দেখা যায়, অনেক ড্রাই ফ্রুটসের প্যাকেটে লেবেল ও মেয়াদের তারিখ নেই। ফলে সেই ফুলব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযোগ, সম্প্রতি বালুরঘাটে এমন বহু অভিযোগ জমা পড়েছে। উপভোক্তারা অভিযোগ জানালেও সেই গ্যাস সিলিন্ডার পরিবর্তন করে দেওয়া হয় না। ফলে এদিন অভিযান চালাতেই আপাতত দুইজন উপভোক্তাকে জল ভর্তি সেই গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে নতুন সিলিন্ডার দিয়ে দেওয়া হয়। কিন্তু কেন সিলিন্ডারের মধ্যে জল? তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বা ওই গ্যাস অফিসের দাবি, বাইরে থেকেই এমন সিলিন্ডার আসছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ক্রেতা সুরক্ষা দফতর।

গ্যাস ডিস্ট্রিবিউটর নীলাঙ্কন বর্মণ বলেন, “অনেক অভিযোগ আসছে যে সিলিন্ডারের মধ্যে জল। আমরা অধিকর্তাদের বললাম বিষয়টা। সেইটাই দেখতে এসেছিলেন।”