
দক্ষিণ দিনাজপুর: ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। বাধা পেয়েই বিএসএফ জওয়ানের উপর হামলা চালাল। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে জখম হলেন এক জওয়ান। অন্যদিকে, বিএসএফ জওয়ানরা জবাব দিলে এক দুষ্কৃতী বেহুঁশ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরে।
গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার চেষ্টা বেড়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্তের অনেক জায়গায় কাঁটাতার নেই। সেইসব জায়গা গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢোকার চেষ্টা করছে। তবে তৎপর রয়েছে বিএসএফ।
এবার দক্ষিণ দিনাজপুরের মালিকপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে বাধা পেয়ে বিএসএফ-র উপর হামলা চালাল দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র নিয়ে এক বিএসএফ জওয়ানের গলায় আঘাত করা হয়। বিএসএফ জওয়ানরা জবাব দিলে দুষ্কৃতী দলের এক সদস্য জখম হয়। বাকি দুষ্কৃতীরা বাংলাদেশ সামীন্তে পালিয়ে গেলেও সে সীমান্তে পড়ে থাকে। ওই জখম দুষ্কৃতীকে বিএসএফ জওয়ানরাই সীমান্ত থেকে তুলে নিয়ে গিয়ে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করান। ২ দিন আগে ঘটনাটি ঘটে। বিএসএফ সূত্রে খবর, ওই দুষ্কৃতীর গুলিও লাগে।
এরপর বিএসএফ এবং বর্ডার গার্ড অফ বাংলাদেশ নিজেদের মধ্যে ফ্ল্যাগ মিটিং করে। কেন বারবার বাংলাদেশের দিক থেকে এভাবে অস্ত্র নিয়ে হামলা হচ্ছে তা নিয়ে বৈঠকের মধ্যে প্রতিবাদ জানায় বিএসএফ। বর্ডার গার্ড অফ বাংলাদেশের কর্তারা বুঝতে পারেন, বাংলাদেশের দুষ্কৃতীদের দাপট সীমান্তে বেড়েছে। সূত্রের খবর, বৈঠকে তারা সেটা স্বীকার করে।