
বালুরঘাট: নতুন করে বাংলাদেশ উত্তপ্ত হওয়ার পরই দেখা গিয়েছে ভারতকে নানা কুরুচিকর মন্তব্য করেছেন সেখানকার মানুষজনের একাংশ। শুধু তাই নয়,প্ররোচনামূলক মন্তব্য করেছেন সেখানকার নেতাদের একাংশ। ইতিমধ্যেই ইউনূস সরকারকে এই নিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত। তবে, এবার সিদ্ধান্ত নিলেন হোটেল ব্যবসায়ীরাও।
এর আগে শিলিগুড়ি তারপর মালদহের ব্যবসায়ীরা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এবার বালুরঘাটের হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশি নাগরিকের জন্য হোটেলের দরজা বন্ধ করলেন। ইতিমধ্যেই বালুরঘাটের হোটেল ব্যবসায়ীরা মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা আর কোন বাংলাদেশীকে হোটেল ভাড়া দেবেন না। ইতিমধ্যেই বালুরঘাটের হোটেল ব্যবসায়ীরা নিজেদের হোটেলের সামনে এই নির্দেশিকা লাগতে শুরু করেছেন। হোটেল ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষরও।
প্রসঙ্গত, গত প্রায় দেড় বছর ধরেই ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে। অন্তর্বর্তী ইউনূস সরকারের আমলে দুই দেশের মধ্যে সম্পর্কের চিড় ধরেছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ । বর্তমানে বাংলাদেশের কট্টরপন্থীরা ভারত বিরোধী কথাবার্তা বলছে। একাধিকবার ভারত দখল নেওয়া বা সেভেন সিস্টার দখল নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ভারত আগেই বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছে। এর পাল্টা বাংলাদেশও আবার ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও জটিল হচ্ছে। ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে লোক পারাপারের সংখ্যা একদম কমেছে। বর্তমানে পুরনো ভিসা দিয়ে যাতায়াত করছেন দুই দেশের নাগরিকরা। এখন গড়ে ১০০ জন লোক পারাপার করছেন বলেও পুলিশ সূত্রে খবর।
এদিকে হিলি স্থলবন্দর দিয়ে আসা বেশির ভাগ বাংলাদেশি মূলত ভারতে চিকিৎসার জন্য আসছেন। অন্যান্য সময় হিলি হয়ে ভারতে এসে কম করে একদিন বালুরঘাটের বিভিন্ন হোটেলে থাকতেন বাংলাদেশিরা। তবে বালুরঘাটের হোটেলের দরজা বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন বাংলাদেশিরা।
জানা গিয়েছে, বালুরঘাট শহর ও শহর লাগোয়া এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ২২ টি হোটেল রয়েছে। এই ২২টি হোটেল ব্যবসায়ী ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা আর কোন বাংলাদেশিকে ঘর ভাড়া দেবেন না। এনিয়ে আগামী দিনে তারা প্রত্যেক হোটেলের সামনে এনিয়ে পোস্টার লাগিয়ে দেবেন। সংশ্লিষ্ট পোস্টারে লেখা, ‘আমাদের দেশকে দিচ্ছ না তোমরা সম্মান, তাই তোমাদের জন্য আমাদের দেশে নাই ঠাঁই।’
বালুরঘাট হোটেলের ম্যানেজার স্বপন দাস বলেন,”বাংলাদেশিরা অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। সেই কারণে আমার হোটেলে ঢুকতে দেব না। এই নিয়ে একটা ব্যানারও লাগিয়েছি।”