Banshihari Food Poisoning: হোস্টেলের খাবার খাওয়ার পর থেকেই পেটে ব্যথা, বমি! একে একে অসুস্থ ৩৪ আবাসিক ছাত্রী

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 10, 2023 | 1:17 PM

Banshihari Food Poisoning: এবিষয়ে অসুস্থ স্কুল ছাত্রী সম্পা উরাও বলে, সকালের খাওয়ারের পর থেকেই অসুস্থ বোধ হচ্ছিল। দুপুরের খাবার খাওয়ার পর বেশির ভাগ ছাত্রী অসুস্থ হয়ে পড়েন৷

Banshihari Food Poisoning: হোস্টেলের খাবার খাওয়ার পর থেকেই পেটে ব্যথা, বমি! একে একে অসুস্থ ৩৪ আবাসিক ছাত্রী
বালুরঘাটে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ৩৪

Follow Us

বংশীহারী: হোস্টেলের খাবার খাওয়ার পরই একে একে অসুস্থ হতে শুরু করেছিলেন। উপসর্গ একই। পেটে ব্যথা, বমি। অসুস্থ প্রায় ৩৪ জন আবাসিক ছাত্রী। যার মধ্যে পেটের সমস্যা নিয়ে রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি ১০ জন আবাসিক ছাত্রী। আরও ২৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ পুরো বিষয়টির উপর নজর রেখেছেন স্বাস্থ্য কর্মীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার একলব্য মডেল আবাসিক স্কুলে৷ খাদ্যে বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে লেই প্রাথমিক অনুমান বংশীহারী ব্লক স্বাস্থ্য আধিকারিকের। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা জানিয়েছেন। অন্যদিকে সকল ছাত্রী বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে বংশীহারী ব্লকে একটি মাত্র একলব্য মডেল আবাসিক স্কুল রয়েছে। যেখানে মূলত আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়া পড়ে৷ আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের সুবিধার্থে এই স্কুল চালু হয়েছে। এই স্কুলে পুরুষদের পাশাপাশি মহিলারাও পড়ে। এই স্কুলের মধ্যেই হোস্টেল রয়েছে। ছেলে ও মেয়েদের পৃথক হোস্টেল রয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই স্কুলে পড়ে পড়ুয়ারা৷

জানা গেছে, এই স্কুলের ছাত্রীদের বৃহস্পতিবার সকালের প্রাতরাশ হিসেবে দেওয়া হয়েছিল চিঁড়া, গুড় ও ডিম। প্রাতরাশের পর থেকে বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ বোধ করতে থাকে। এমনি কোন সমস্যা ভেবে সে ভাবে পাত্তা দেয়নি ছাত্রীরা৷ কিন্তু দুপুরের খাবার খাওয়ার পর থেকেই ছাত্রীরা পেটের সমস্যায় ভুগতে থাকে। সকলেরই কম বেশি বমি, পাতলা পায়খানা ও মাথার যন্ত্রণায় ভুগতে থাকে। এই বিষয়টি নজরে আসলে প্রথমে স্কুলের তরফ থেকে প্রাথমিক ওষুধ দেওয়া হয়। তাতেও না কমলে বৃহস্পতিবার বিকেলে অসুস্থ ছাত্রীদের স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। মোট ৩৪ জন ছাত্রীকে আনা হয়েছিল৷ যার মধ্যে প্রাথমিক চিকিৎসার পর ২৪ জনকে ছেড়ে দেওয়া হয়৷ শারীরিক অবস্থা ভাল না থাকার কারণে ১০ জন ছাত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে৷ বর্তমানে তারা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। সকলের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে৷ এদিকে এত জন ছাত্রীর একই সমস্যা দেখা দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান খাদ্যে বিষক্রিয়ার কারণেই হয়তো এই ঘটনা ঘটেছে। তা না হলে সকলের এক সঙ্গে এই সমস্যা দেখা দিত না।

এবিষয়ে অসুস্থ স্কুল ছাত্রী সম্পা উরাও বলে, সকালের খাওয়ারের পর থেকেই অসুস্থ বোধ হচ্ছিল। দুপুরের খাবার খাওয়ার পর বেশির ভাগ ছাত্রী অসুস্থ হয়ে পড়েন৷ সকলেরই পেটের সমস্যা দেখা দেয়৷ বমি, পাতলা পায়খানা ও মাথা যন্ত্রণা দেখা দেয়। পরে তাদের হাসপাতালে আনলে চিকিৎসার ভর্তি করিয়ে নেয়। এখন অনেকটা সুস্থ রয়েছেন তাঁরা৷

এবিষয়ে একলব্য মডেল আবাসিক স্কুলের হোস্টেলের পড়ুয়া দেখাশোনার দ্বায়িত্বে থাকা নমিতা সরকার জানান, দুপুরের খাবারের পর থেকেই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই দ্রুত তাঁদেরকে চিকিৎসার জন্য রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। মোট ৩৪ জনকে নিয়ে আসা হয়েছিল৷ কী থেকে এমনটা হল তা তারা বুঝতে পারছেন না।

অন্যদিকে এবিষয়ে বংশীহারী ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা বলেন, বুনিয়াদপুর একলব্য স্কুলের ৩৪ জন ছাত্রীকে রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়৷ সকলেরই পেটের সমস্যা ছিল৷ এক সঙ্গে এতজনের একই দেখা সমস্যা দেখা দেওয়ায় প্রাথমিক অনুমান খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই পেটের সমস্যা দেখা দিয়েছে৷ ৩৪ জনের মধ্যে ২৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ বাকি ২৪ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Next Article