বালুরঘাট: ফের সীমান্তে কাঁটাতার দিতে বাধা বিজিবি-র। বিএসএফের তরফ থেকে বেড়া দেওয়ার কাজ শুরু হতেই শ্রমিকদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এর আগে বালুরঘাটের শিবরামপুরে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে বাধা দেয় বিজিবি। এবার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের ভুলকিপুরেও একই ছবি।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ওই ভুলকিপুর সীমান্তে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকরা। অন্যদিকে বাংলাদেশের সীমান্তরক্ষীরাও ওপার থেকে নজরদারি চালাচ্ছে। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ ও জেলা পুলিশ প্রশাসন। এলাকায় উত্তেজনা থাকায় সীমান্তে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। অরক্ষিত সীমান্তে বিএসএফের তরফে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি ও বিএসএফের মধ্যে এই নিয়ে কথাবার্তা চলছে। পরে ঘটনাস্থলে যান অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মণ। তিনি কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
অন্যদিকে এদিন চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের শিয়ালা এলাকার সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা আনন্দ মাহাতো বিএসএফের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অভিযোগকারীর দাবি সীমান্তে তাঁর বাঁশ ঝাড় রয়েছে। সেটি কেটে দেওয়ার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে বিএসএফ। নানারকম ভাবে বিএসএফ হুমকি দিচ্ছে বলেও অভিযোগ আনন্দ মাহাতোর।