বালুরঘাট: প্রমোটার রাজের জন্য সাধারণ মানুষের হেনস্থার খবর আকছাড় উঠে আসে। এবার বালুরঘাট মোটর কালির মন্দির তৈরিতে প্রমোটার রাজ! মন্দির সংস্কারের নাম করে জায়গা বেআইনি ভাবে জমি দখল। আর তারপর তা বিক্রি করে দেওয়ার অভিযোগ। আর এই কাজে অভিযুক্ত খোদ পৌরসভা। সরব হয়েছে বিজেপি।
জানা গিয়েছে, দীর্ঘ তিন চার মাস ধরে বিকল হয়ে রয়েছএ খিদিরপুর শ্মশানের চুল্লি। এমন নয় দফা দাবিতে ও বালুরঘাট পুরসভার বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপির বালুরঘাট টাউন মণ্ডল। মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহর মণ্ডল বিজেপির পক্ষ থেকে বালুরঘাট পৌরসভার সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা জানান, বালুরঘাটে মোটর কালী মন্দির নির্মাণের নামে প্রোমোটারি করা হচ্ছে। বালুরঘাট খিদিরপুর শ্মশানে প্রায় ছয় মাস ধরে বৈদ্যুতিক চুল্লি বিকল অবস্থায় পড়ে রয়েছে। পৌরসভার পরিষেবা নামমাত্র। শহরের বিভিন্ন এলাকায় আবর্জনার স্তুপ।
এরপরই প্রতিবাদে নামে বিজেপি। আট দফা দাবিতে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রকে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। যদিও, পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র দুর্নীতির কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “ওদের কাজ হচ্ছে বিরোধিতা করা। এই করে বিজেপি প্রচারের আলোয় থাকতে চায়। আর বালুরঘাট পুরসভা সবসময় তার নাগরিককে সঠিক পরিষেবা দেওয়ার জন্য বদ্ধ পরিকর।”