কুশমণ্ডি: নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছে সরকারি কমিউনিটি হল। শনিবার বিষয়টি জানতে পেরে সেই কাজ বন্ধ করে দিল বিজেপি। শনিবার দুপুরে ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়৷ সরকারি কমিউনিটি হলে পুরো এলাকায় লাগিয়ে দেওয়া হয় বিজেপির পতাকা৷ সরকারি শিডিউল মেনে কাজ না করলে পরে এই কাজ কোনওভাবে করতে দেওয়া যাবেনা বলেই বিজেপির সাফ দাবি। এদিকে বিজেপি কাজ বন্ধ করে দিলেও পরে পুলিশ ভয় দেখিয়ে সেই কাজ পুনরায় শুরু করিয়ে দেয় বলেও বিজেপির অভিযোগ।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উওরবঙ্গ উন্নায়ন দপ্তর উদ্যাগে আনুমানিক প্রায় ৪ কোটি টাকা ব্যায় তৈরি হচ্ছে সরকারি কমিউনিটি হল। বেশ কয়েক মাস আগে সেই কাজ শুরু হয়। বর্তমানে অনেকটাই কাজ হয়েছে। অভিযোগ, এই কমিউনিটি হল তৈরি করতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। সরকারি কমিউনিটি হল তৈরিতে ইট, বালি, সিমেন্ট-সহ যেসব নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা সবই নিম্নমানের। এমন অভিযোগ তুলে শনিবার ভারতীয় জনতা পার্টি সমর্থকরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায়। যার নেতৃত্ব ছিলেন বিজেপির জেলা সম্পাদক তাপস চন্দ্র রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। আগামীতে সঠিকভাবে কাজ না হলে এনিয়ে বৃহত্তর আন্দোলন হবে বিজেপি বলে জানিয়েছেন বিজেপি নেতা তাপস চন্দ্র রায়।
এদিকে কুশমণ্ডিতে সরকারি কাজ বন্ধ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপরি অম্বরিশ সরকার। তিনি বলেন, “বিজেপি এই বিষয়ে এক্সপার্ট কি না তা আমার জানা নেই৷ সব জায়গাতেই তারা এমনভাবে সরকারি কাজে ব্যাঘাত ঘটাচ্ছে৷ কোথাও ঠিকাদারদের গিয়ে ভয় দেখাচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা বা এই জাতীয় কোনও অভিযোগ থাকলে সেটা আমরা খতিয়ে দেখি।”