গঙ্গারামপুর: দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক। বুধবার দুপুরে হরিরামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বংশীহারী থানার বাতাসকুড়ি এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন দক্ষিণ দিনাজপুর জেলার তপনের বিজেপি বিধায়ক তথা জেলা বিজেপির সাধারণ সম্পাদক বুধরাই টুডু। ঘটনায় গুরুতর জখম বুধরাই টুডু ও তাঁর গাড়ির চালক তাপস কিস্কু। গুরুতর জখম অবস্থায় বুধরাই টুডুকে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, টুডুর বুকে আঘাত লেগেছে বলেই প্রাথমিক ভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্য বিজেপি নেতৃত্বরা৷ বিধায়কের সিটি স্ক্যান করা হয়েছে। উন্নততর চিকিৎসার জন্য বিধায়ককে নিয়ে যাওয়া হতে পারে বাইরে। গঙ্গারামপুর হাসপাতালে বর্তামানে বিজেপির জেলা নেতৃত্বরা। বিজেপির জেলা নেতৃত্বদের কর্মসূচি বাতিল করা হয়েছে।
জানা গিয়েছে, বুধবার দুপুরে হরিরামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বাতাসকুড়িতে একটি ভুটভুটির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছে ধাক্কা মারে বিধায়কের গাড়ি। ঘটনায় বুধরাই টুডু ও তার গাড়ির চালক তাপস কিস্কু দু’জনেই জখম হয়েছেন। কিছুক্ষণের জন্য সংজ্ঞা হারিয়েছিলেন বিধায়ক বুধরাই টুডু। পরে হাসপাতালে জ্ঞান ফিরে আসে বিধায়কের। এছাড়াও অল্প বিস্তর জখম হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরাও। এদিকে পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী ও গঙ্গারামপুর থানার পুলিশ। পথ দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।
এদিকে শারীরিক অবস্থা কেমন থাকছে, আঘাত কতটা গুরুতর সেই সব চিকিৎসকরা দেখার পর রাতে সিদ্ধান্ত নাওয়া হবে বুধরাই টুডুর চিকিৎসা কোথায় হবে।