BSF: হঠাৎ গুলির শব্দ হিলি সীমান্তে, লুটিয়ে পড়লেন BSF জওয়ান

Rupak Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 13, 2024 | 9:13 PM

BSF: কয়েকদিন আগেই হিলিতে কাজে যোগ দিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে হেলিকপ্টার করে কলকাতায় আনার ব্যবস্থা করা হয়।

BSF: হঠাৎ গুলির শব্দ হিলি সীমান্তে, লুটিয়ে পড়লেন BSF জওয়ান
প্রতীকী ছবি
Image Credit source: Getty Image

Follow Us

হিলি: শুক্রবার সকাল প্রায় ১১টা। সীমান্তে তখন ব্যাটেলিয়ন চেঞ্জ হচ্ছে। অর্থাৎ বিএসএফ-এর একটি ব্যাটেলিয়নের পরিবর্তে নতুন ব্যাটেলিয়ন নামছে। তারই মধ্যে হঠাৎ শোনা গেল গুলির শব্দ। আতঙ্কে কেঁপে ওঠেন সবাই। ছুটে যান জওয়ানরা। ততক্ষণে লুটিয়ে পড়েছেন বিএসএফ জওয়ান। রক্তে ভেসে যাচ্ছে তাঁর শরীর। কয়েকদিন আগেই হিলিতে কাজে যোগ দিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে হেলিকপ্টার করে কলকাতায় আনার ব্যবস্থা করা হয়।

দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গোবিন্দপুর বিওপির আগ্রা সীমান্ত এলাকার ঘটনা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাহুল সিং(২৪) নামে ওই বিএসএফ জওয়ান। তিনি ১৭ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। কর্তব্যরত অবস্থায় অসাবধানতাবশত নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি লেগে আহত হয়েছেন তিনি।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গুলি পিছনে কোমরের উপর দিয়ে পেটের সামনে দিয়ে ফুঁড়ে বেরিয়ে যায় তাঁর। ওই জওয়ান সেই সময় পাহারারত ছিলেন। স্থানীয় বাসিন্দারা প্রথমে বিষয়টি দেখতে পান। তাঁরাই ক্যাম্পে খবর দেন। এই বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল বলেন, অসাবধানতাবশত নিজেই গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Next Article