Balurghat: রয়েছে একাধিক ক্ষতচিহ্ন, দেহ কুড়ে কুড়ে খাচ্ছে পোকামাকড়! দুধের শিশুর এ কী পরিণতি?

Balurghat: প্রাথমিক ভাবে অনুমান, দু'দিন আগে মৃত্যু হয়েছে দুধের শিশুটির। তবে কীভাবে প্রাণ গেল, তা এখনও জানা যায়নি। শিশুটি কার, সেই তথ্য সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ।

Balurghat: রয়েছে একাধিক ক্ষতচিহ্ন, দেহ কুড়ে কুড়ে খাচ্ছে পোকামাকড়! দুধের শিশুর এ কী পরিণতি?
ঘটনাস্থলের ছবিImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jun 30, 2025 | 12:12 PM

বালুরঘাট: শরীরে একাধিক জায়গায় ক্ষতচিহ্ন। ধরেছে পচন। পোকা-মাকড়ে কুড়ে কুড়ে খাচ্ছে দেহ। দুধের শিশুর এ কী পরিণতি? সাতসকালে এই দৃশ্য় দেখে চমকে উঠলেন আত্রেয়ী নদীর পাড়ে বাসিন্দারা। ঘটনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলার জলঘর গ্রামের।

রবিবার সকালে সেখানে নদীর ধার থেকে উদ্ধার হয় একটি শিশুর মরদেহ। স্থানীয়দের ধারণা সম্ভবত নদীতে ভেসে ভেসেই পাড়ে ঠেকেছে দেহটি। যা ঘিরে আপাতত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোথা থেকে এল? কারাই বা এমন ফেলে দিল? এই সব প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে গ্রামের অলিতেগলিতে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বালুরঘাট থানার পুলিশ। উদ্ধার করা হয় দেহটি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জেলা হাসপাতালে। শরীরের রয়েছে একাধিক ক্ষতচিহ্ন। পচে গিয়েছে গোটা দেহটাই। প্রাথমিক ভাবে অনুমান, দু’দিন আগে মৃত্যু হয়েছে দুধের শিশুটির। তবে কীভাবে প্রাণ গেল, তা এখনও জানা যায়নি। শিশুটি কার, সেই তথ্য সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ।

এক স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন, ‘স্নান করতে এসেছিলাম এখানে। তখনই নাকে একটা দুর্গন্ধ পাই। একটু এগিয়ে যেতেই দিকে নদীর পাড়ের কাছেই একটা শিশুর দেহ পড়ে রয়েছে। অনেক দিন আগে মৃত্যু হয়েছে বুঝলাম। কারণ শরীরটা কে্মন যেমন ফ্য়াকাসে হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হল। তারা এল। দেহ উদ্ধার করা হয়েছে।’