Durga Pujo 2023: জানেন রাজ্যের এই জায়গায় দুর্গাপুজোর আগেই লক্ষ্মীপুজো হয়ে যায়?

Durga Pujo 2023: কথিত আছে, প্রায় ৭০ থেকে ৮০ বছর আগে এই পুজোর সূচনা হয়েছিল শরণগ্রামে। তারপর থেকে এখনো পুরনো রীতি রেওয়াজ মেনেও পুজো করে আসছেন গ্রামবাসীরা। একটা সময় গ্রামের দরিদ্র লোকের সংখ্যা সব থেকে বেশি ছিল। সেই সময় এই ধনলক্ষ্মী দেবীর আরাধনা করা হয়।

Durga Pujo 2023: জানেন রাজ্যের এই জায়গায় দুর্গাপুজোর আগেই লক্ষ্মীপুজো হয়ে যায়?
শরণগ্রামের পুজোImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 19, 2023 | 7:28 AM

পতিরাম: সাধারণত বাঙালির ঘরে-ঘরে দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো হয়। কিন্তু সব জায়গায় এমনটা হয় না। উল্টো চিত্রও দেখা যায়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের শরণগ্রামে দুর্গাপূজার আগে বা পুজোর মধ্যেই পুজিত হন দেবী লক্ষ্মী। জানা গিয়েছে, গ্রামের দারিদ্রতা কাটাতেই ধনলক্ষ্মীর পুজো শুরু করে থাকেন গ্রামবাসীরা। আর এই পুজোকে কেন্দ্র করে বসে বিশাল মেলা। ছেলে মেয়ে থেকে আত্মীয়স্বজনরা এই সময় পুজোর জন্য ফেরেন বাড়িতে। সেই প্রথা মেনে এবারও বুধবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে লক্ষ্মী পুজার শুভ সূচনা হল শরণগ্রামে ৷

কথিত আছে, প্রায় ৭০ থেকে ৮০ বছর আগে এই পুজোর সূচনা হয়েছিল শরণগ্রামে। তারপর থেকে এখনো পুরনো রীতি রেওয়াজ মেনেও পুজো করে আসছেন গ্রামবাসীরা। একটা সময় গ্রামের দরিদ্র লোকের সংখ্যা সব থেকে বেশি ছিল। সেই সময় এই ধনলক্ষ্মী দেবীর আরাধনা করা হয়।

দুর্গা পুজোর মতো পাঁচদিন ধরে এখানে লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। গ্রামবাসীরা বারোয়ারি ভাবে এই পুজো করে থাকেন। গতকাল মঙ্গল ঘটে করে পুকুর থেকে জল এনে পুজো সূচনা করেন মহিলারা। এদিন প্রায় ১০০ জন মহিলা ঘটে করে জল আনেন। এবং পুজোর ঘট স্থাপন করা হয়। মূলত এখানে সীতাকেই লক্ষ্মীকে হিসেবে পুজো করেন গ্রামবাসীরা। পুজোর কয়েকটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান ও যাত্রা পালা হয়৷