South Dinajpur: মা কথা বলতে পারে না, সেই সুযোগে দিনের পর দিন মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বাবা

South Dinajpur: স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতার মা নিজেও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। ঠিক করে কথাও বলতে পারেন না। আর তারই সুযোগ নিয়ে আসছে বাবা। সর্বদাই নেশা করে বাড়ি ফেরে। অভিযোগ, সোমবার রাতেও কিশোরীকে ধর্ষণ করা হয়েছে।

South Dinajpur: মা কথা বলতে পারে না, সেই সুযোগে দিনের পর দিন মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বাবা
প্রতীকী ছবি

| Edited By: জয়দীপ দাস

Jul 01, 2025 | 9:19 PM

কুমারগঞ্জ: বাবার হাতে যৌন নির্যাতনের শিকার ১৪ বছরের মানসিক ভারসাম্যহীন কিশোরী। শুধু তাই নয়, কাউকে কিছু জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিতেও বাকি রাখেনি বলে অভিযোগ। কুমারগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার গুণধর। দীর্ঘদিন ধরে একই ঘটনার পুনরাবৃত্তি হলেও কিছু জানতে পারেনি পরিবারের সদস্যরা। এরইমধ্যে মঙ্গলবার এলাকায় সচেতনতা শিবির করতে যান স্বাস্থ্য় কর্মীরা। তখনই বিষয়টি তাঁদের নজরে আসে। দ্রুত কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন এক স্বাস্থ্য কর্মী। অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। 

মুহূর্তেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। একইসঙ্গে শারীরিক পরীক্ষার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে আনা হয়। স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতার মা নিজেও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। ঠিক করে কথাও বলতে পারেন না। আর তারই সুযোগ নিয়ে আসছে বাবা। সর্বদাই নেশা করে বাড়ি ফেরে। অভিযোগ, সোমবার রাতেও কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। 

মঙ্গলবার স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে ‘গুড টাচ’ আর ‘ব্যাড টাচ’ এর মধ্যে পার্থক্য শেখাচ্ছিলেন স্বাস্থ্য ও আশা কর্মীরা। সেখানেই ওই কিশোরী কাঁদতে কাঁদতে স্বাস্থ্যকর্মীদের বিষয়টি জানান। জানানো হয় ব্লক স্বাস্থ্য দফতরেও। তারপরই সোজা থানায় অভিযোগ দায়ের। পুরো ঘটনা খতিয়েল দেখা হচ্ছে বলে জানান জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।