বংশীহারি: পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্রের আঘাতে ভাইয়ের হাতে খুন দাদা। মঙ্গলবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার এলাহাবাদ পঞ্চায়েতের দরগা মোড় এলাকায়। মৃত যুবকের নাম শামিম রেজা (২৭)। বাড়ি বংশীহারি থানার চেরাগীপাড়া গ্রামে। গুরুতর আহত হয়ে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মৃতের ভাই নাসিম রেজা (২৪)। এরা দু’জনেই কাকাতো-জ্যাঠতুতো ভাই বলে জানা যাচ্ছে। আহত যুবককে প্রথমে স্থানীয় রশিদপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। পুরোটা ঘটনা খতিয়ে দেখছে বংশীহারি থানার পুলিশ। শামিমের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। চাঞ্চল্য এলাকায়।
এদিন সন্ধ্যায় এলাকায় হাট বসেছিল। হাটের পাশে এক জমিতে দুই ভাইয়ের বচসা থেকে মারপিট শুরু হয়। সেই সময় ধারালো অস্ত্রের আঘাতে দু’জনেই আহত হয়ে লুটিয়ে পড়ে। দু’জনের কাছেই ধারালো অস্ত্র ছিল বলে স্থানীয়দের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে শামিম রেজাকে উদ্ধার করে রশিদপুর হাসপাতালে আনলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে গঙ্গারামপুর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন নাসিম রেজা। তাঁর শরীরে ১৪টি সেলাই পড়েছে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কী কারণে এই খুন তা এখনও পরিষ্কার নয়। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শামিম ও নাসিমের পরিবারের সদস্যদেরও।