Gangarampur: পুজোর মধ্যে সোনার দোকান ভেঙে চুরি, লক্ষাধিক টাকার মতো সোনা লুঠ

Gangarampur Theft: গঙ্গারামপুরের মহারাজপুর বাজারে কানাই সরকারের একটি সোনার দোকান রয়েছে। অভিযোগ, প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন ওই দোকান মালিক। সকালে দোকানে এসে দেখেন দোকানের একাংশ ভাঙা।

Gangarampur: পুজোর মধ্যে সোনার দোকান ভেঙে চুরি, লক্ষাধিক টাকার মতো সোনা লুঠ
গঙ্গারামপুরে সোনার দোকানে চুরিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 26, 2025 | 9:55 PM

গঙ্গারামপুর: পুজোর মধ্যে সোনার দোকান ভেঙে চুরি। শুক্রবার দোকান খুলতে গেলে চুরির বিষয়ট নজরে আসে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর বাজারে। সব মিলিয়ে ৭০-৮০ হাজার টাকার সোনা ও রূপার জিনিস চুরি গিয়েছে। এদিন দুপুরে এনিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন দোকান মালিক। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, গঙ্গারামপুরের মহারাজপুর বাজারে কানাই সরকারের একটি সোনার দোকান রয়েছে। অভিযোগ, প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন ওই দোকান মালিক। সকালে দোকানে এসে দেখেন দোকানের একাংশ ভাঙা। দোকানের ভিতরে ঢুকে দেখতে পায় সমস্ত জিনিস উলটপালট৷ প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার সোনা ও রূপার জিনিস চুরি হয়েছে।

দুর্গা পুজোর আগে এমন ঘটনায় মাথায় হাত পড়েছে ওই সোনার দোকান মালিকের। পুরো ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সোনার দোকান মালিক। দোকানের মালিক বলেন, “পুজোর সময়ে এমনিতেই ভিড় হচ্ছে। অনেক রাতেই দোকান ভালভাবে বন্ধ করে গিয়েছিলাম। সোনার দোকানে এর আগে এই এলাকায় এত দুঃসাহসিকভাবে লুঠ হয়নি। প্রচুর টাকার ক্ষতি হয়ে গেল।”