Balurghat: সুকান্তকে অভিযোগ জানাতে বলেছিলেন, সেই ওয়ার্ডে সকালেই ঢুকল ময়লা তোলার গাড়ি

Rupak Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Jul 23, 2024 | 2:05 PM

Balurghat: বালুরঘাট পুরসভার এমসিআইসি মহেশ পারেখ বলেন, "কিছু অভিযোগ পেয়ে আমরা ভিজিটে এসেছি। এমনি পরিষ্কারই আছে। তবে ড্রেনের জল নিয়ে সমস্যা আছে। সেটা আমরা দেখে নিচ্ছি। আলো নিয়েও কিছু অভিযোগ করেছেন এখানকার বাসিন্দারা। আমরা সমস্যা সমাধান করে দেব।"

Balurghat: সুকান্তকে অভিযোগ জানাতে বলেছিলেন, সেই ওয়ার্ডে সকালেই ঢুকল ময়লা তোলার গাড়ি
ময়লা তোলার গাড়ি এলাকায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

বালুরঘাট: এলাকায় বিজেপি লিড পাওয়ায় পুরসভার পরিষেবা ব্যহত হচ্ছিল বলে অভিযোগ ওঠে বালুরঘাটে। পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ তোলেন, কাউন্সিলরকে বলতে গেলে তিনি বলেন, সুকান্ত মজুমদারকে জিতিয়েছেন। তাঁকে গিয়ে এসব কাজের কথা বলতে। এরপরই সোমবার মহকুমা শাসককে অভিযোগ জানান এলাকার লোকজন। এক রাতেই হাওয়া ঘুরে গিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

মঙ্গলবার সকালে এলাকায় পুরসভার নোংরা তোলার গাড়ি ঢুকেছে। বেলচা দিয়ে রাস্তার ধারে জমে থাকা ময়লা তুলছেন পুরকর্মীরা। এলাকার বাসিন্দা কাকলি মোহন্ত ঘোষ বলেন, “কিছু অভিযোগ পেয়ে আমরা ভিজিটে এসেছি। এমনি পরিষ্কারই আছে। তবে ড্রেনের জল নিয়ে সমস্যা আছে। সেটা আমরা দেখে নিচ্ছি। আলো নিয়েও কিছু অভিযোগ করেছেন এখানকার বাসিন্দারা। আমরা সমস্যা সমাধান করে দেব।”

বালুরঘাট পুরসভার এমসিআইসি মহেশ পারেখ বলেন, “কিছু অভিযোগ পেয়ে আমরা ভিজিটে এসেছি। এমনি পরিষ্কারই আছে। তবে ড্রেনের জল নিয়ে সমস্যা আছে। সেটা আমরা দেখে নিচ্ছি। আলো নিয়েও কিছু অভিযোগ করেছেন এখানকার বাসিন্দারা। আমরা সমস্যা সমাধান করে দেব।”

কিন্তু এলাকার লোকজন যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, সাংসদকে বলতে বলেছেন কাউন্সিলর? এ বিষয়ে মহেশ পারেখ বলেন, “কাউন্সিলর ভাল মানুষ। উনি কাজ করেন। এরকম উনি বলবেন বলে মনে হয় না। উনি খুব ভাল কাজ করেন। দিনরাত কাজ করি আমরা। বালুরঘাট শহর পরিষ্কার, আর পরিষ্কার রাখবও আমরা।” এর আগে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ইনচার্জ মুনমুন করও দাবি করেছিলেন, পুরসভার তরফে নিয়মিত নোংরা পরিষ্কার করা হয়। এই অভিযোগ ভিত্তিহীন।

Next Article