Gangarampur news: ‘এটা করে দিয়েন…’, বলেই পকেট থেকে বেরল ৫০০ টাকার কড়কড়ে নোট, বড়বাবুর কি ঘুষ নিচ্ছেন? ভিডিয়ো ভাইরাল

Balurghat: ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অফিসে দায়িত্বরত এক কর্মকর্তা এক ব্যক্তির কাছ থেকে গোপনে টাকা নিচ্ছেন। সেই ভিডিয়োটি কেউ রেকর্ড করে সমাজ মাধ্যমে শেয়ার করেছে। ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, এক ব্যক্তি(মুহুরি) ঘরে ঢুকে বড়বাবু অখিল পালের হাতে একটি চিরকুট দিয়ে বলেন, "এটা করে দিয়েন।"

Gangarampur news: এটা করে দিয়েন..., বলেই পকেট থেকে বেরল ৫০০ টাকার কড়কড়ে নোট, বড়বাবুর কি ঘুষ নিচ্ছেন? ভিডিয়ো ভাইরাল
ঘুষ দেওয়া নেওয়ার মাঝেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 19, 2025 | 9:44 PM

গঙ্গারামপুর: সরকারি অফিসের টেবিল চেয়ারে বসে রয়েছেন একজন আধিকারিক। তাঁর কাছে এলেন আর একজন ব্যক্তি। পরনে সাদা কুর্তা আর প্যান্ট। দেখা যাচ্ছে, তাঁর হাতে একটি কাগজ রয়েছে। ওই সরকারি আধিকারিকের উদ্দেশ্যে তাঁকে অল্প-অল্প বলতে শোনা যাচ্ছে, ‘এটা করে দিন…।’ তারপর এ দিক-ও দিক তাকিয়ে পকেট থেকে ৫০০ টাকার নোট বের করলেন। আর তারপর সেটা লুকিয়ে দিলেন আধিকারিকরা। ঠিক এমনই একটি ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা।

অভিযোগ, গঙ্গারামপুর ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অফিসে ঘুষ নিচ্ছেন অফিসের কর্মী। সেই ভিডিয়োই এখন ঘুরছে নেটপাড়ায়। ঘুষের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিএলআরও অফিসের বড়বাবুর বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিএলআরও সুখেন রায়।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অফিসে দায়িত্বরত এক কর্মকর্তা এক ব্যক্তির কাছ থেকে গোপনে টাকা নিচ্ছেন। সেই ভিডিয়োটি কেউ রেকর্ড করে সমাজ মাধ্যমে শেয়ার করেছে। ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, এক ব্যক্তি(মুহুরি) ঘরে ঢুকে বড়বাবু অখিল পালের হাতে একটি চিরকুট দিয়ে বলেন, “এটা করে দিয়েন।” এরপর তিনি পকেট থেকে ৫০০ টাকার একটি নোট বের করে চুপিসারে ওই কর্মকর্তার হাতে তুলে দেন। এরপর সেই টাকা নিজের পকেটে রেখে দেন তিনি।”

ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সুখেন রায় বলেন, “এই বিষয়ে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। উনি ক্যাশ বিভাগের দায়িত্বে। হতে পারে টাকা সংক্রান্ত কিছু আদান-প্রদান করছেন। যদি এমন কিছু ঘটেও থাকে তবে তদন্ত করা হবেোম।” জেলা তৃণমূলের সহ-সভাপতি সুভাষ চাকি বলেন, “ব্যক্তিগতভাবে এই ভিডিয়োকে বিশ্বাস করি না। কারণ সোশ্যাল মিডিয়াতে এমন নানা ধরনের ভিডিয়ো বের হয়। নতুন টেকনোলজিতে অনেক কিছু করা সম্ভব।”