Balurghat: ট্রেনের মত ট্র্যাক করা যাবে সরকারি বাসও, বড় উদ্যোগের পথে NBSTC

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

Dec 02, 2023 | 6:35 PM

Balurghat: বালুরঘাট-শিলিগুড়ি ও বালুরঘাট-কোচবিহার রাত্রিকালীন বাস পরিষেবা চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এই দুই শহরে রাত্রিকালীন সরকারি বাস পরিষেবা নেই। এরইমধ্য়ে বেশ কিছু নতুন বাস আসছে সংস্থার হাতে।

Balurghat: ট্রেনের মত ট্র্যাক করা যাবে সরকারি বাসও, বড় উদ্যোগের পথে NBSTC
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

বালুরঘাট: ট্রেনের মত এবার সরকারি বাসকেও করা যাবে ট্র‍্যাক। কোন বাস কোথায় আছে তা দেখা যাবে হাতের মুঠো ফোনে। বর্তমানে সেই কাজ করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। সূত্রের খবর, ইতিমধ্যেই কাজ অনেকটাই এগিয়েছে। আগামী ৬ মাসের মধ্যে শেষ হয়ে যাবে গোটা প্রক্রিয়া। যার ফলে যাত্রীরা যেমন জানতে পারবেন বাস কোথায় আছে, কতক্ষণে আসবে পাশাপাশি সংস্থার কর্মীদের বিষয়টিও নখদর্পণে থাকবে। এর ফলে দুর্ঘটনার ঘটনাতেও অনেকটা রাশ টানা যাবে বলে মনে করছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। শনিবার বালুরঘাটে সরকারি বাস ডিপো পরিদর্শনে এসেছিলেন তিনি। সবকিছু ঘুরে দেখার পর গোটা প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশও করেছেন তিনি।  

সূত্রের খবর, বালুরঘাট-শিলিগুড়ি ও বালুরঘাট-কোচবিহার রাত্রিকালীন বাস পরিষেবা চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এই দুই শহরে রাত্রিকালীন সরকারি বাস পরিষেবা নেই। এরইমধ্য়ে বেশ কিছু নতুন বাস আসছে সংস্থার হাতে। তারপরই এই বাস পরিষেবা চালু হবে। এদিন বালুরঘাটে এমনই আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। শুধু নতুন বাস নয়, বালুরঘাট স্টেট বাস টার্মিনাসকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্লোর ও নতুন বিল্ডিং করে নবরুপে সাজানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, গৌড়বঙ্গের পর্যটন কেন্দ্র নিয়ে বিশেষ বাস চালুর চিন্তাভাবনাও করছে সংস্থা। 

জানা গিয়েছে, এদিন শুরুতে বালুরঘাট বাস ডিপোতে আসেন চেয়ারম্যান। কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। কর্মীরা এদিন বেশ কিছু দাবিও করেন। সেগুলি শোনেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। সূত্রের খবর, বর্তমানে ওই সংস্থার ৫৫০ বাস রাস্তায় চলছে। এছাড়াও আরও ৭৩টি নতুন বাস মিলবে। এর মধ্যে ৪৩টি বাস প্রথম দফায় মিলেছে। এই বাসগুলিও শীঘ্রই রাস্তায় নামানো হবে। এদিকে সরকারি বাসের অনুকরণে অনেক বেসরকারি বাস চলছে। সেই ব্যাপারে তিনি বলেন, বাসের রং কেউ একই করতে পারে, তবে লোগো দেখে যাত্রীদের বাসে ওঠার অনুরোধ জানিয়েছে। তবে কেউ যদি লোগো অনুকরণ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে সংস্থার আয় প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, বালুরঘাট থেকে শিলিগুড়ি বা কোচবিহারের নাইট সার্ভিস বাসগুলি বন্ধ রয়েছে। ওই রুটে নতুন বাস দেওয়া হবে। পাশাপাশি বালুরঘাট বাসস্ট্যান্ডকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার মতো করে গড়ে তুলতে উদ্যোগী হয়েছি। আধুনিক মানের পরিকাঠামো গড়ার জন্য অর্থ চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে। বালুরঘাট বাস ডিপো এই মাসেও ভাল আয় করেছে।

 

Next Article