বালুরঘাট: লক্ষ্মীর ভাণ্ডারে (Laxmi Bhandar) আবেদন করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে অন্যের সঙ্গে পালিয়ে গেল গৃহবধূ। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার বালুরঘাট (Balurghat) থানার ডাঙা গ্রাম পঞ্চায়েতের মাহিনগরে৷ রবিবার বালুরঘাট থানার দ্বারস্থ স্বামী সহ গোটা পরিবার৷ পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বালুরঘাটের দোগাছি এলাকার এক যুবকের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল ওই গৃহবধূর। সম্প্রতি তা হাতেনাতে ধরেও ফেলেন স্বামী। তারপরও ওই যুবকের সঙ্গে যোগাযোগ ছিল গৃহবধূর। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে স্বামীর ৪ হাজার টাকা সহ অন্যান্য নথি নিয়ে পালিয়েছেন ওই গৃহবধূ। থানায় মহিলার নামে নিখোঁজ ডায়রি হতেই ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। ওই গৃহবধূর একটি ছোট সন্তানও রয়েছে। মাকে দেখতে না পেয়ে অবিরাম কেঁদে চলেছে একরত্তি।
সূত্রের, বত্রিশ বছর বয়সী ওই মহিলার স্বামী পেশায় গাড়ির চালক। বছর আটেক আগে প্রেম করে বিয়ে করেন তাঁরা। মহিলার বাপের বাড়ি রায়গঞ্জে। তাঁদের একটি চার বছরের পুত্র সন্তানও রয়েছে৷ স্বামীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তাঁর স্ত্রী। হাতেনাতে ধরাও পড়ে যান। স্ত্রীর মোবাইলও ভেঙে দেন স্বামী। সাময়িকভাবে সব কিছু ঠিক থাকলেও ফের ওই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই গহবধূ৷
সূত্রের খবর, কয়েকদিন আগে তিওরে দিদির বাড়ি গিয়েছিলেন ওই মহিলা। সেখান থেকে গতকাল বাড়ি আসেন। সেখানেই চলছিল দুয়ারে সরকার। সেই ক্যাম্পেই লক্ষ্মীর ভাণ্ডারে নাম তুলবে বলে বাড়িতে জানায়। ফর্ম ফিলাপের নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। লাগাতার ফোন করেও তাঁকে ফোনে পাননি পরিবারের সদস্যরা। এলাকারই এক যুবকের সঙ্গে ওই মহিলা পালিয়েছেন বলে দাবি স্বামী সহ তাঁর গোটা পরিবারের। রবিবার বালুরঘাট থানায় মহিলার নামে নিখোঁজ ডায়রি লেখান তাঁর পরিবারের সদস্যরা। মহিলার খোঁজে এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। খোঁজ চালানো হচ্ছে গৃহবধূর প্রেমিকের। ঘটনা প্রসঙ্গে গৃহবধূর স্বামী বলেন, “কাল বিকেল সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারে নাম লেখাবে বলে গিয়েছিল। তারপর থেকে ওকে আর পাওয়া যাচ্ছে। একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে বলে আমাদের সন্দেহ। ৪ হাজার টাকা আর অনেক ডকুমেন্ট নিয়ে পালিয়ে গিয়েছে।“